টোনড ফিগারে মলদ্বীপে উষ্ণতা বাড়াচ্ছে রাই সুন্দরী, কাকে ভালোবাসার বার্তা দিলেন ধোনির 'প্রাক্তন প্রেমিকা'

আইপিএল ২০২২ (IPL 2022) -এর শুরুটা ভালো হয়নি সিএসকের। এমএস ধোনি (MS Dhoni)অধিনায়কত্ব ছাড়ার পর রবীন্দ্র জাদেজা দায়িত্ব নিলেও পরপর ৪টি ম্যাচ হারতে হয়েছে চেন্নাইকে। একদিকে যেখানে সময়টা ২২ গজে ভালো যাচ্ছে ধোনির, অপরদিকে মলদ্বীপে রূপের আগুন ছড়াচ্ছেন তার প্রাক্তন প্রেমিকা। পাশাপাশি লাভ সাইন দিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কাকে ভালোবাসার বার্তা দিচ্ছেন ধোনির প্রাক্তন প্রেমিকা তা নিয়েও  শুরু হয়েছে জল্পনা।
 

Sudip Paul | Published : Apr 11, 2022 3:58 PM
18
টোনড ফিগারে মলদ্বীপে উষ্ণতা বাড়াচ্ছে রাই সুন্দরী, কাকে ভালোবাসার বার্তা দিলেন ধোনির 'প্রাক্তন প্রেমিকা'

বিনোদন জগতের একাধিক সুন্দরীর সঙ্গে এমএস ধোনির সম্পর্কের গুঞ্জন বা গুজব শোনা গিয়েছিল। সেই তালিকা রয়েছে বলিউড সুপার স্টার দীপিকা পাড়ুকোন, আসিন ও প্রীতি সিমোস। সেই তালিকায় অন্যতম নাম হলেন  দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মী। টিম ইন্ডিয়ার প্রাক্তন স্কিপার এম এস ধোনির সঙ্গে 'বিগ বস তামিল' খ্যাত মডেল অভিনেত্রী রাই লক্ষ্মীর প্রেম নিয়ে গুজব ছড়িয়েছিল বেশ কয়েক বছর আগে। তবে তা বেশি দূর এগোয়নি বলেই শোনা যায়। 

28

দুজনেই কোনও দিন এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু শিকার না করলেও তাদের সম্পর্কের জল্পনা নিয়ে এখনও আলোচনা চলে। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় এমএস ধোনির প্রাক্তন বান্ধবী ও তথা অভিনেত্রী। ঘনঘন নিজের ছবি শেয়ার করে থাকেন নেট দুনিয়ায়। তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও আকাশ ছোয়া। এক একটি ছবিতে লাইক ও কমেন্টের বন্য়া বয়ে যায়।

38

সম্প্রতি পবন সিংয়ের মিউজিক ভিডিও কারেন্টে কাজ করেছেন রাই লক্ষ্মী। সেখানে তার কাজ খুবই প্রশংসীত হয়েছে। অভিনেত্রী সৌন্দর্য আরও একবার সকলকে মোহিত করেছে। এই মুহূর্তে তিনি মলদ্বীপে দেদার ছুটি কাটাচ্ছেন৷ ধোনি এবং তাঁর দল আইপিএলের দল যেখানে জঘন্য পারফরম্যান্সের ঝলক দেখাচ্ছেন সেখানে রূপের আগুনে পুড়িয়ে দিচ্ছেন রাই লক্ষ্মী।

48

মলদ্বীপে ঘুরতে গিয়ে একাধিক ছবি শেয়ার করেছেন রাই লক্ষ্মী। সমুদ্রের ধারে বসে তারকা অভিনেত্রীর একান্তে সময় কাটানোর এই ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। যেখানে খুবই সুন্দরী লাগছে রাই লক্ষ্মীকে। মিষ্টি হাসিতে সকলের মন জয় করে নিয়েছেন দক্ষিণী অভিনেত্রী। 

58

আইপিএল ২০২২ (IPL 2022) -এর শুরুটা ভালো হয়নি সিএসকের। এমএস ধোনি (MS Dhoni)অধিনায়কত্ব ছাড়ার পর রবীন্দ্র জাদেজা দায়িত্ব নিলেও পরপর ৪টি ম্যাচ হারতে হয়েছে চেন্নাইকে। একদিকে যেখানে সময়টা ২২ গজে ভালো যাচ্ছে ধোনির, অপরদিকে মলদ্বীপে রূপের আগুন ছড়াচ্ছেন তার প্রাক্তন প্রেমিকা। পাশাপাশি লাভ সাইন দিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কাকে ভালোবাসার বার্তা দিচ্ছেন ধোনির প্রাক্তন প্রেমিকা তা নিয়েও  শুরু হয়েছে জল্পনা।
 

68

টোনড ফিগারে সমুদ্রের ধারে দাঁড়িয়ে এই ছবিটি ঘিরে প্রশ্নও উঠেছে নেটিজেনদের মনে। কারণ পেছন দিক থেকে তোলা এই ছবিতে দু হাত তুলে লাই সাইন অর্থাৎ ভালোবাসার চিহ্ন দেখাচ্ছেন রাই লক্ষ্মী। যেই ছবিতে তার মুখ দেখা না গেলেও তার ফিগারের প্রশংসা করেছেন সকলেই।
 

78

একইসঙ্গে অনেকের মনে প্রশ্ন তাহলে কী এখনও ধোনিকে ভুলতে পারেননি রাই। ধোনি না থাকলেও মাহির উদ্দেশ্যেই কী  এই প্রেম বার্তা বা প্রেমের চিহ্ন। যদিও এই সম্পর্কে কোনও মুখ খোলেননি রাই লক্ষ্মী। তবে ধোনিকে যে এখনও ভোলেননি রাই লক্ষ্মী ও প্রাক্তন ভারত অধিনায়ককে সম্মান করেন সেই কথা জানিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী।

88

এছাড়া জলে নেমেও সূর্যের দিকে ভালোবাসার চিহ্ন দিয়ে আরও একটি ছবি শেয়ার করেছেন রাই লক্ষ্মী। রাই লক্ষ্মীর ফটোতে তাঁর ফিগার দেখে নেটিজেনরা জমিয়ে কমেন্ট করছেন৷ সকলেই তার রূপের প্রশংসা করেছেন। বর্তমানে নিজের পরিবার ও আইপিএল নিয়ে ব্যস্ত ধোনি ও রাই ব্যস্ত তার কাজ নিয়ে।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos