এরপর আরও একটি ছবিতে কখনও দেখা গিয়েছে নৌকার উপর শুয়ে ফটোশুট করেছেন হাসিন জাহান। স্কাই ব্লু রঙের ড্রেস পড়ে , চোখে চশমা, মাথায় ব্য়ান্ড, উন্মক্ত উরুতে নৌকায় শুয়ে হাসিন। যেখানে তাকে খুবই হট অ্যান্ড সেক্সি দেখাচ্ছিল। এই ছবিটিতিও নেটাগরিকরা চুটিয়ে কমেন্টস করেছেন।