দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটা তথা প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসি বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। জাতীয় দলের জার্সিকে বিদায় জানালেও, আইপিএলের মঞ্চে চুটিয়ে ক্রিকেট খেলছেন তিনি। সিএসকে দলের হয়ে এতদিন ক্রিকেট খেলেছেন তিনি। ব্য়াটিং লাইনআপের প্রধান স্তম্ভ ছিলেন তিনি। আইপিএল ২০২২-এ তাকে দলে নিয়েছে আরসিবি। অধিনায়কও করা হয়েছে।