আইপিল (IPL) মানই রেকর্ডের ছড়াছড়ি। বিগত ১৪ বছরের ইতিহাসে অনেক রেকর্ডের সাক্ষী থেকেছে আইপিএল। টি২০ ক্রিকেটকে ব্য়াটসম্য়ানদের খেলা বলা হলেও আইপিএলের মঞ্চে বোলাররাও কিন্তু তাদের কম করিশ্মা দেখাননি। বোলারদের রেকর্ডের ঝুড়ির মধ্য়ে অন্যতম হল হ্যাটট্রিক। পরপর তিন বলে তিনটি উইকেট নেওয়া যে কোনও বোলারের স্বপ্ন থাকে। আইপিএলের ১৪টি মরসুম মোট ২০টি হ্য়াটট্রিকের (20 hat trick in IPL History) সাক্ষী থেকেছে। এই পরিসংখ্যান থেকেই প্রমাণিত আইপিএলে বোলাররাও কতটা কার্যকরী ভূমিকা পালন করেছে। আইপিএল ইতিহাসে সবথেকে বেশি ৩টি হ্য়াটট্রিক করেছেন লেগ স্পিনার অমিত মিশ্র। এছাড়া এই তালিকায় নাম রয়েছে যুবরাজ সিং ও রোহিত শর্মার মত ব্য়াটসম্যানদের। আইপিএল ২০২২ (IPL 2022) -এ হ্য়াটট্রিক হবে কিনা তা তো সময় বলবে। তার আগে দেখে নিন আইপিএলের ইতিহাসে ২০টি হ্যাটট্রিক।