হার্দিক পান্ডিয়া যখন আইপিএল ২০২২-এ গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসাবে তার অভিষেক মরসুমে ফোকাস করছেন, একের পর এক আগুনে পারফরম্যান্স করে দলকে লিগ টেবিলে শীর্ষে রেখেছে, ঠিক অপরদিকে তার স্ত্রী নতাসা স্তানকোভিচ একের পর এক নিজের আকর্ষণীয় ছবি পোস্ট করে নেট দুনিয়ায় ভক্তদের মুগ্ধ করে চলেছেন। সম্প্রতি নতাসা ডেনিম হট প্যান্ট ও স্প্যাগেটি টপে সকলকে অবাক করেছেন।