আন্দ্রে রাসেল-
এবারের আইপিএলে দেখা যাচ্ছে পুরোনো আন্দ্রে রাসেলকে। ব্য়াট হাতে যেমন বিধ্বংসী ইনিংস খেলছেন, তেমনই বল হাতেও নিচ্ছেন উইকেট। সানরাইজার্সের বিরুদ্ধেও ২৫ বলে ৪৯ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন দুই উইকেট। তবে শেষ ম্য়াচে রাজস্থানের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি রাসেল। দলের পরপর তিনটি হারে কিছুটা হতাশ রাসেল। গুজরাটের বিরুদ্ধে আরও একবার জ্বলে ওঠার অপেক্ষায় রাসেলের মাসেল পাওয়ার।