শ্রেয়স আইয়র-
একই অবস্থা কেকেআরের অপর 'আইয়র' অধিনায়ক শ্রেয়সের। তার অধিনায়কত্বের প্রশংসা হলেও ব্যাট হাতে এখনও রানের মুখ দেখেননি। তিন ম্য়াচের একটিতে বড় ইনিংস খেলতে পারেননি।কিন্তু আইপিএলের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্য়াট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন শ্রেস আইয়র। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলের জয় তো নিশ্চই , নিজেরও রানে ফিরতে বদ্ধপরিকর।