আইপিএল ২০২২ মেগা নিলামের পর কেমন হল ১০টি দল, দেখে নিন সম্পূর্ণ স্কোয়াড

শনিবার ও রবিবার হল আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা নিলাম (Mega Auction)। আইপিএলের (IPL) ১০ টি ফ্র্য়াঞ্চাইজি (10 Franchise) নিলামের মাধ্যমে তৈরি করে ফেলেছে তাদের সম্পূর্ণ স্কোয়াড। কেমন দল গড়ল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), কলকাতা নাইট রাইট রাইডার্স (Kolkata Knight Riders), রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals), পঞ্জাব কিংস (Punjab Kings), লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants), গুজরাট টাইটানস (Gujrat Titans), দেখে নিন এক নজরে।
 

Sudip Paul | Published : Feb 14, 2022 11:47 AM
110
আইপিএল ২০২২ মেগা নিলামের পর  কেমন হল ১০টি দল, দেখে নিন সম্পূর্ণ স্কোয়াড

চেন্নাই সুপার কিংস (CSK)-

ব্যাটসম্য়ান: রুতুরাজ গায়কওয়াড় (৬ কোটি), রবিন উথাপ্পা (২ কোটি), ডেভন কনওয়ে (১ কোটি), শুভ্রাংশু সেনাপতি (২০ লাখ), সি হরি নিশান্ত (২০ লাখ)

উইকেট-রক্ষক: এমএস ধোনি (১২ কোটি), আম্বাতি রায়ডু (৬.৭৫ কোটি), এন জাগদিশান (২০ লাখ)

অলরাউন্ডার: রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মঈন আলি (৮ কোটি), শিবম দুবে (৪ কোটি), রাজবর্ধন হাঙ্গারগেকার (১.৫০ কোটি), ডোয়াইন প্রিটোরিয়াস (৫০ লাখ), মিচেল স্যান্টনার (১.৯০ কোটি) , কে ভাগথ ভার্মা (২০ লক্ষ), ডোয়াইন ব্রাভো (৪.৪০ কোটি), ক্রিস জর্ডান (৩.৬০ কোটি), রাজবর্ধন হাঙ্গারগেকার (১.৫ কোটি)

স্পিনার: মহেশ থেকশানা (৭০ লাখ), প্রশান্ত সোলাঙ্কি (১.২০ কোটি)

পেসার: তুষার দেশপান্ডে (২০ লাখ), দীপক চাহার (১৪ কোটি), কেএম আসিফ (২০ লক্ষ), সিমারজিৎ সিং (২০ লক্ষ), অ্যাডাম মিলনে (১.৯০ কোটি), মুকেশ চৌধুরী (২০ লক্ষ), কে এম আসিফ (২০ লক্ষ)

210

দিল্লি ক্য়াপিটালস (DC)-

ব্যাটসম্য়ান: পৃথ্বী শ (৭.৫ কোটি), ডেভিড ওয়ার্নার (৬.২৫ কোটি), অশ্বিন হেব্বার (২০ লক্ষ), মনদীপ সিং (১.১০ কোটি), রোভম্যান পাওয়েল (২.৮০ কোটি)

উইকেট রক্ষক: ঋষভ পন্ত (১৬ কোটি), কেএস ভারত (২ কোটি), টিম সেফার্ট (৫০ লাখ)

অলরাউন্ডার: অক্ষর প্যাটেল (৯ কোটি), মিচেল মার্শ (৬.৫০ কোটি), সরফরাজ খান (২০ লক্ষ), কমলেশ নাগারকোটি (১.১০ কোটি), যশ ধুল (৫০ লক্ষ), রিপল প্যাটেল (২০ লক্ষ) ), ললিত যাদব (৬৫ লক্ষ), প্রবীন দুবে (৫০ লক্ষ), ভিকি অস্তাওয়াল (২০)

স্পিনার: কুলদীপ যাদব (২ কোটি)

পেসার: অ্যানরিখ নখিয়া (৬.৫ কোটি), শার্দুল ঠাকুর (১০.৭৫ কোটি), মুস্তাফিজুর রহমান (২কোটি), খলিল আহমেদ (৫.২৫ কোটি), চেতন সাকারিয়া (৪.২ কোটি), লুঙ্গি এনগিডি (৫০ লক্ষ)

310

গুজরাট টাইটানস (GT)-

ব্যাটসম্য়ান: শুভমান গিল (৮ কোটি), জেসন রয় (২ কোটি), অভিনব সাদারাঙ্গানি (২.৬০ কোটি), ডেভিড মিলার (৩ কোটি)

উইকেট রক্ষক: ঋদ্ধিমান সাহা (১.৯০ কোটি), ম্যাথিউ ওয়েড (২.৪০ কোটি)

অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া (১৫ কোটি), রাহুল তেওয়াটিয়া (৯ কোটি), ডমিনিক ড্রেকস (১.১০ কোটি), বিজয় শঙ্কর (১.৪০ কোটি), জয়ন্ত যাদব (১.৭০ কোটি), দর্শন নালকান্দে (২০ লক্ষ) , বি সাই সুধারসন (২০ লক্ষ), গুরকিরাত সিং (৫০ লক্ষ), প্রদীপ সাংওয়ান (২০ লক্ষ)

স্পিনার: রশিদ খান (১৫ কোটি), নূর আহমেদ (৩০ লক্ষ), আর সাই কিশোর (৩ কোটি)

পেসার: মহম্মদ শামি (৬.২৫ কোটি), লকি ফার্গুসন (১০ কোটি), যশ দয়াল (৩.২০ কোটি), আলজারি জোসেফ (২.৪০ কোটি), বরুণ অ্যারন (৫০ লক্ষ)

410

কলকাতা নাইট রাইডার্স (KKR)-

ব্যাটসম্য়ান: শ্রেয়াস আইয়ার (৭কোটি), অজিঙ্কা রাহানে (১ কোটি), রিংকু সিং (৫৫ লক্ষ), অ্যালেক্স হেলস (১.৫ কোটি), অভিজিৎ তোমর (৪০ লক্ষ), রমেশ কুমার (২০ লক্ষ), প্রথম সিং (২০ লক্ষ)

উইকেট রক্ষক: শেলডন জ্যাকসন (৬০ লক্ষ), স্যাম বিলিংস (২ কোটি), বাবা ইন্দ্রজিৎ (২০ লক্ষ)

অলরাউন্ডার: আন্দ্রে রাসেল (১২ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), নীতীশ রানা (৩.৪ কোটি), শিবম মাভি (৭.২৫ কোটি), মহম্মদ নবী (১ কোটি), অনুকূল রায় (২০ লক্ষ), চমিকা করুনারত্নে (৫০ লক্ষ), আমান খান (২০ লক্ষ)

স্পিনার: বরুণ চক্রবর্তী (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)

পেসার: প্যাট কামিন্স (১৫.৫ কোটি), উমেশ যাদব (২ কোটি), রাসিখ দার (২০ লক্ষ), টিম সাউদি (১.৫ কোটি), অশোক শর্মা (৫৫ লক্ষ)

510

লখনউ সুপার জায়ান্টস (LSG)-

ব্যাটসম্য়ান: মণীশ পান্ডে (৪.৬০ কোটি), মনন ভোরা (২০ লক্ষ), এভিন লুইস (২ কোটি)

উইকেট রক্ষক: কেএল রাহুল (১৭ কোটি), কুইন্টন ডি কক (৬.৭৫ কোটি)

অলরাউন্ডার: মার্কাস স্টইনিস (৯.২ কোটি), জেসন হোল্ডার (৮.৭৫ কোটি), দীপক হুডা (৫.৭৫ কোটি), ক্রুনাল পান্ডিয়া (৮.২৫ কোটি), কে গৌতম (৯০ লক্ষ), আয়ুশ বাদোনি (২০ লক্ষ ), কাইল মায়ার্স (৫০ লক্ষ), করণ শর্মা (২০ লক্ষ)

স্পিনার: রবি বিষ্ণোই (৪ কোটি), শাহবাজ নাদিম (৫০ লক্ষ)

পেসার: আভেশ খান (১০ কোটি), মার্ক উড (৭.৫০ কোটি), অঙ্কিত সিং রাজপুত (৫০ লক্ষ), দুষ্মন্ত চামেরা (২ কোটি), মহসিন খান (২০ লক্ষ), মায়াঙ্ক যাদব (২০ লক্ষ)
 

610

মুম্বই ইন্ডিয়ান্স (MI)-

ব্যাটসম্য়ান: রোহিত শর্মা (১৬ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), ডিওয়াল্ড ব্রেভিস (৩ কোটি), আনমোলপ্রীত সিং (২০ লক্ষ), রাহুল বুদ্ধি (২০ লক্ষ)

উইকেট রক্ষক: ইশান কিশান (১৫.২৫ কোটি), আরিয়ান জুয়াল (২০ লক্ষ)

অলরাউন্ডার: কায়রন পোলার্ড (৬ কোটি), এন তিলক ভার্মা (১.৭০ কোটি), সঞ্জয় যাদব (৫০ লক্ষ), জোফরা আর্চার (৮ কোটি), ড্যানিয়েল সামস (২.৬০ কোটি), টিম ডেভিড (৮.২৫ কোটি টাকা) cr), রমনদীপ সিং (২০ লক্ষ), ফ্যাবিয়ান অ্যালেন (৭৫ লক্ষ), হৃতিক শোকিন (২০ লক্ষ),  আরশাদ খান (২০ লক্ষ), অর্জুন তেন্ডুলকার (৩০ লক্ষ)।

স্পিনার: মুরুগান অশ্বিন (১.৬০ কোটি), মায়াঙ্ক মার্কন্ডে (৬৫ লক্ষ)

পেসার: জসপ্রীত বুমরাহ (১২ কোটি), বাসিল থামপি (৩০ লক্ষ), জয়দেব উনাদকাট (১.৩০ কোটি), টাইমাল মিলস (১.৫০ কোটি), রাইলি মেরেডিথ (১ কোটি)

710


পাঞ্জাব কিংস (PBKS)-

ব্যাটসম্য়ান: মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি), শিখর ধাওয়ান (৮.২৫ কোটি), ভানুকা রাজাপাকসা (৫০ লক্ষ)

উইকেট রক্ষক: জিতেশ শর্মা (২০ লক্ষ), জনি বেয়ারস্টো (৬.৭৫ কোটি), প্রভসিমরান সিং (৬০ লক্ষ)

অলরাউন্ডার: শাহরুখ খান (৯ কোটি), হারপ্রীত ব্রার (৩.৮০ কোটি), লিয়াম লিভিংস্টোন (১১.৫ কোটি), ওডিয়ান স্মিথ (৬ কোটি), রাজ অঙ্গদ বাওয়া (২ কোটি), ঋষি ধাওয়ান (৫৫ কোটি ), প্রেরক মানকদ (২০ লক্ষ), অথর্ব তাইডে (২০ লক্ষ), বেনি হাভেল (৪০ লক্ষ), ঋত্তিক চট্টোপাধ্য়ায় (২০ লক্ষ), অংশ প্যাটেল (২০ লক্ষ)

স্পিনার: রাহুল চাহার (৫.২৫ কোটি)

পেসার: আর্শদীপ সিং (৪ কোটি), ইশান পোরেল (২৫ লক্ষ), কাগিসো রাবাডা (৯.২৫ কোটি), সন্দীপ শর্মা (৫০ লক্ষ), নাথান এলিস (৭৫ লক্ষ), বৈভব অরোরা (২ কোটি), বালতেজ ধান্দা (২০ লক্ষ)।

810

রাজস্থান রয়্যালস (RR)-

ব্যাটাসম্য়ান: যশস্বী জয়সওয়াল (৪ কোটি), শিমরন হেটমায়ার (৮.৫০ কোটি), দেবদত্ত পাড়িক্কল (৭.৭৫ কোটি), করুণ নায়ার (১.৪০ কোটি), রাসি ভ্যান ডার ডুসেন (১ কোটি)

উইকেট রক্ষক: সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), ধ্রুব জুরেল (২০ লক্ষ)

অলরাউন্ডার: রায়ান পরাগ (৩.৮০ কোটি), রবিচন্দ্রন অশ্বিন (৫ কোটি), জেমস নিশাম (১.৫ কোটি), ড্যারিল মিচেল (৭৫ লক্ষ), শুভম গাড়ওয়াল (২০ লক্ষ), অনুনয় সিং (২০ লক্ষ )

স্পিনার: কেসি ক্যারিয়াপ্পা (৩০ লক্ষ), যুজবেন্দ্র চাহাল (৬.৫ কোটি), তেজস বারোকা (২০ লক্ষ)

পেসার: ট্রেন্ট বোল্ট (৮ কোটি), প্রসিধ কৃষ্ণ (১০ কোটি), নাথান কুলটার-নাইল (২ কোটি), নবদীপ সাইনি (২.৬ কোটি), কুলদীপ সেন (২০ লক্ষ), ওবেদ ম্যাককয় (৭৫ লক্ষ) , কুলদীপ যাদব (২০ লক্ষ)

910

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)-

ব্যাটসম্য়ান: বিরাট কোহলি (১৫ কোটি), ফাফ ডু প্লেসিস (৭ কোটি), ফিন অ্যালেন (৮০ লক্ষ)

উইকেট রক্ষক: অনুজ রাওয়াত (৩.৪ কোটি), দিনেশ কার্তিক (৫.৫ কোটি), লুভনিথ সিসোদিয়া (২০ লক্ষ)

অলরাউন্ডার: গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি), শাহবাজ আহমেদ (২.৪০ কোটি), হর্ষাল প্যাটেল (১-.৭৫ কোটি), ওয়ানিন্দু হাসরাঙ্গা (১০.৭৫ কোটি), মহিপাল লোমর (৯৫ লক্ষ), শেরফেন রাদারফোর্ড (১ কোটি ), সুয়শ প্রভুদেসাই (৩০ লক্ষ), অনীশ্বর গৌতম (২০ লক্ষ), ডেভিড উইলি (২ কোটি)

স্পিনার: কর্ণ শর্মা (৫০ লক্ষ), জেসন বেহরেনডর্ফ (৭৫ লক্ষ)

পেসার: মহম্মদ সিরাজ (৭কোটি), জশ হ্যাজেলউড (৪.৭৫ কোটি), আকাশ দীপ (২০ লক্ষ), সিদ্ধার্থ কৌল (৭৫ লক্ষ), চামা মিলিন্দ (২৫ লক্ষ)

1010

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-

ব্যাটসম্য়ান: কেন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (৪ কোটি), প্রিয়ম গর্গ (২০ লক্ষ), রাহুল ত্রিপাঠি (৮.৫০ কোটি), এইডেন মার্করাম (২.৬০ কোটি), আর সমর্থ (২০ লক্ষ)

উইকেট রক্ষক: নিকোলাস পুরান (১০.৭৫ কোটি), বিষ্ণু বিনোদ (৫০ লক্ষ), গ্লেন ফিলিপস (১.৫০ কোটি)

অলরাউন্ডার: ওয়াশিংটন সুন্দর (৮.৭৫ কোটি), অভিষেক শর্মা (৬.৫০ কোটি), মার্কো জানসেন (৪.২০ কোটি), রোমারিও শেফার্ড (৭.৭৫ কোটি), শশাঙ্ক সিং (২০ লক্ষ)

স্পিনার: জগদীশা সুচিথ (২০ লক্ষ), শ্রেয়স গোপাল (৭৫ লক্ষ), সৌরভ দুবে (২০ লক্ষ)

পেসার: উমরান মালিক (৪ কোটি), কার্তিক ত্যাগী ( ৪ কোটি), ভুবনেশ্বর কুমার (৪.২০ কোটি), টি নটরাজন (৪ কোটি), ফজলহক ফারুকী (৫০ লক্ষ), শন অ্যাবট (২.৪০ কোটি),

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos