সাক্ষী আগরওয়াল-
বিরাট কোহলির সঙ্গে প্রথম যে অভিনেত্রীর প্রেমের জল্পনা ছড়িয়েছিল তিনি হলেন কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী সাক্ষী আগারওয়াল। একে অপরের সঙ্গে বিরাট ও সাক্ষী ডেটিং করেছেন বলেও শোনা যায়। তবে তখনও বিরাট কোহলি তারকা হয়ে ওঠেননি। তবে কোহলির কেরিয়ারের শুরুতেই তাদেপ ব্রেকআপ হয়ে যায় বলে খবর। তবে তাদের সম্পর্কের বিষয়ে কখনই তারে প্রকাশ্যে কিছু বলেননি।