আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত হাফ সেঞ্চুরি করেছেন যেই ক্রিকেটাররা, দেখে নিন তালিকা

বুধবার আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুম্বই ইন্ডিয়ান্সে বিরুদ্ধে এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন কেকেআরের (KKR)পেস বোলার প্যাট কামিন্স (Pat Cummins)। বল হাতে  ২উইকেট নিলেও খরচ করেছিলেন ৪৯ রান। কিন্তু তিনি যে ব্য়াট হাতে এমন বিধ্বংসী ইনিংস খেলবেন তাও আবার চাপের মুহূর্তে তা কেউ ভাবতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্সের দেওয়া ১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন প্য়াট কামিন্স। ১৪ বলে অর্ধশতরান করে যুগ্মভাবে আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ডও গড়েছেন তিনি। তবে শুধু প্য়াট কামিন্স নয় আরও অনেক ক্রিকেটার রয়েছ যারা আইপিএলে ঝড়ের গতিতে অর্ধশতরান করছেন। দেখে নেওয়া যাক তালিকায় কারা।

Sudip Paul | Published : Apr 7, 2022 9:18 AM IST

18
আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত হাফ সেঞ্চুরি করেছেন যেই ক্রিকেটাররা, দেখে নিন তালিকা

প্যাট কামিন্স-
বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্য়াট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছেন কেকেআর তারকা প্যাট কামিন্স। রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে দলকে জয় এনে দিয়েছেন অতি সহজেই। ১৪ বলে অর্ধশতরান করেন তিনি।  ১৫ বলে ৫৬ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিৎ করেন। ৬টি ছয় ও ৪টি চার দিয়ে সাজানোন তার ইনিংস। আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে সবথেকে দ্রুত অর্ধশকরানের রেকর্ড গড়েন প্যাট কামিন্স।
 

28

কেএল রাহুল-
আইপিএলে ইতিহাসে সবথেকে কম বলে হাফ সেঞ্চুরি করার নিরিখে সবার উপরে রয়েছেন কেএল রাহুল তিনিও ১৪ বলে এই নজির গড়েছেন। আগে করায় কেএ রাহুলকেই প্রথম স্থানে রাখা হয়। বর্তমানে লখনউ সুপার জায়ান্টসে খেলেন কেএল রাহুল। তিনি যখন এই রেকর্ড করেছিলেন তখন পঞ্জাব কিংসের প্লেয়ার ছিলেন। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন রাহুল।

38

ইউসুফ পাঠান-
আইপিএলের বিধ্বংসী ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন ইউসুফ পাঠান। নিজের আইপিএল কেরিয়ারে একাধিক দলের হয়ে একাধিক ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সে খেলার সময় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ বলে ৫০ রান করেছিলেন তিনি।  সেই ম্যাচে ৭২ রানের ইনিংস খেলেছিলেন ইউসুফ পাঠান।

48

সুনীল নারিন-
বল হাতে মিস্ট্রি স্পিনের জন্য বিখ্যাত কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। তবে দলের হয়ে ওপেনে নেমে ব্য়াট হাতেও একাধিক বিধ্বংসী খেলেছেন ক্যারেবিয়ান তারকা। ২০১৭ সালে আইপিএলে  য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে মাত্র ১৫ বলে তার অর্ধশতরান পূর্ণ করেছিলেন। যা আইপিএলের ইতিহাসে দ্রুত ৫০ রানের মধ্যে অন্যতম।

58

সুরেশ রায়না-
আইপিএলের রেকর্ড নিয়ে আলোচনা হবে আর মিস্টার আইপিএল সুরেশ রায়নার নাম সেখানে থাকবে না তা আবার হয় নাকি। ২০১৬ সালে আইপএলে পঞ্জাব কিংসের (তখন কিংস ইলেভেন পঞ্জাব নাম ছিল) বিরুদ্ধে ১৬ বলে অর্ধশতরান করেছিলেন সুরেশ রায়না। এই ইনিংসে তিনি মোট ৮৭ রান করেছিলেন। 
 

68

ইশান কিষান-
মুম্বই ইন্ডিয়ান্স ও ভারতীয় দলের তরুণ ব্য়াটসম্য়ান ইশান কিশানও খুবই অল্প সময়ে এই তালিকায় নাম নথিভুক্ত করেছেন। নিজের ক্ষুদ্র আইপিএল কেরিয়ারে একাধিক বিদ্ধংসী ইনিংস খেলেছেন ইশান কিশান। ২০২১ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৬ বলে ৫০  রান করেছিলেন। এই ইনিংসে তিনি মোট ৮৪ রান করেছিলেন।

78

ক্রিস গেইল-
আইপিএলের ইতিহাসে দ্রুত হাফ সেঞ্চুরির কথা হবে সেখানে ক্রিস গেইলের নাম আসবে না তাও হতে পারে না। আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৭৫ তার নামে, সবথেকে কম বলে সেঞ্চুরি (৩০ বলে) ইউনিভার্স বসের নামে। ২০১৩ সালে আইপিএলে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭ বলে ৫০ করেছিলেন তিনি। সেই ম্যাচেই ৩০ বলে সেঞ্চুরি ও ১৭৫ রান করেছিলেন গেইল।
 

88

১৭ বলে ৫০ করেছেন আরও একাধিক তারকা-
আইপিএলের ইতিহাসে ক্রিস গেইল ছাড়াও আরও ৬ জন খেলোয়াড় রয়েছেন যারা ১৭ বলে ফিফটি করেছেন। এই তালিকায় হার্দিক পান্ডিয়া ২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৭ বলে ৫০ রান করেছিলেন। এরপর ২০২১ সালে ১৭ বলে ৫০ রান করেন কায়রন পোলার্ড। অ্যাডাম গিলক্রিস্ট ২০০৯ সালে ১৭ বলে ৫০ রান করেছিলেন।ক্রিস মরিস 2২০১৬ সালে ১৭ বলে এবং ২০২০ সালে নিকোলাস পুরান ১৭ বলে ৫০ রান পূর্ণ করেছিলেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos