ক্রিস গেইল-
আইপিএলের ইতিহাসে দ্রুত হাফ সেঞ্চুরির কথা হবে সেখানে ক্রিস গেইলের নাম আসবে না তাও হতে পারে না। আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৭৫ তার নামে, সবথেকে কম বলে সেঞ্চুরি (৩০ বলে) ইউনিভার্স বসের নামে। ২০১৩ সালে আইপিএলে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭ বলে ৫০ করেছিলেন তিনি। সেই ম্যাচেই ৩০ বলে সেঞ্চুরি ও ১৭৫ রান করেছিলেন গেইল।