প্রসঙ্গত, অজি স্পিড স্টার দীর্ঘ বছর ধরে সম্পর্কে রয়েছেন তার বান্ধবী বেকি বস্টনের সঙ্গে। গতত বছর তাদের একি পুত্র সন্তানও হয়েছে। ক্রিকেটের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন প্য়াট কামিন্স। ভবিষ্যতে একান্তে প্রকৃতির সান্নিধ্যে শুধু পরিবারের সঙ্গে থাকার জন্য প্য়াট কামিন্সের এই বাংলো একেবারেই যথার্থ।