এরআগেও পরিবর্ত প্লেয়ার হিসেবে তিনি মাঠে নেমেছিলেন। সেখানে ফিল্ডিংয়ে নজর কেড়েছিলেন। কিন্তু শক্ত গাঁটটাই খোলা হচ্ছিল না। সেটা হল প্রথম একাদশে জায়গা। ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম করে গেলেও কোথাও একটা খামতি থেকে যাচ্ছিল, যারফলে সুযোগ মিলছিল না কেকেআরের-এর প্রথম একাদশ। দল খারাপ খেলুক বা ভালো, রিঙ্কুর জায়গা ডাগআউটেই।