ঘরে বউ রেখে বাইরে প্রেম ও সহবাস, এই তালিকায় রয়েছে একাধিক তারকা ক্রিকেটারের নাম

আইপিএল ২০২২-এর উন্মাদনায় গা ভাসিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। আর আইপিএল মানে ক্রিকেটের সঙ্গে আরও অনেক কিছু। যেখানে ২২ গজের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার জন্য আগ্রহী হয়ে থাকে ফ্যানেরা। আজ আপনাদের জানাবো এমন কিছু তারকা ক্রিকেটারের কাহিনি যাদের বিরুদ্ধে উঠেছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ। যা নিয়ে বিতর্কও কম হয়নি। 

Sudip Paul | Published : Apr 27, 2022 8:48 AM IST

110
ঘরে বউ রেখে বাইরে প্রেম ও সহবাস, এই তালিকায় রয়েছে একাধিক তারকা ক্রিকেটারের নাম

মুরলি বিজয়-
আপনারা এটা জেনে আশ্চর্য হবে যে আমাদের কিছু পছন্দের ক্রিকেটার্সও ত্রিকোণ প্রেমে শামিল ছিলেন। মুরলী বিজয় দীনেশ কার্তিকের স্ত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেন। দীনেশ কার্তিক আর মুরলী বিজয় দুজনেই ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন আর তাদের সমর্থকরা তাদের প্রতিভার জন্য তাদের দুজনেরই প্রশংসা করেছেন আর পছন্দ করেছেন। যদিও আমাদের মধ্যে অনেক কম লোকই জানেন যে মুরলী বিজয়ই ছিলেন যিনি দীনেশ কার্তিকের প্রথম বিয়ে ভেঙে দেন। দীনেশ কার্তিক আর নিকিতা ২০০৭ এ ডেটিং শুরু করেন সেই বছরই কার্তিক নিজের ছেলেবেলার বন্ধু নিকিতা বাঞ্জারাকে বিয়ে করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত পাঁচ বছর পর সম্পর্ক খারাপ হয়ে যায় যখন নিকিতার মুরলী বিজয়ের সঙ্গে বিবাহোত্তর সম্পর্ক তৈরি হয়। যিনি তামিলনাড়ু দলে কার্তিকে সতীর্থ ছিলেন। আর সেই সেই সময় বিজয় বর্তমান ভারতীয় টেস্ট দলেরও ওপেনিং ব্যাটসম্যান ছিলেন। ২০১২য় বিজয় হাজারে ট্রফি চলাকালীন মুরলী বিজয়ের সঙ্গে নিজের স্ত্রীর সম্পর্কের কথা জানতে পারেন কার্তিক। দীনেশ কার্তিক নিজের স্ত্রীকে ডিভোর্স দেন যখন তিনি গর্ভবতী ছিলেন আর তার দ্রুত পরেই মুরলী বিজয় আর নিকিতা একে অপরকে বিয়ে করে নেন। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে, তারা কেউই একে অপরের সম্পর্ক বিতর্কিত বয়ান দেননি। দীনেশ কার্তিক পরে দীপিকা পাল্লিকেলকে বিয়ে করেন যিনি একজন জাতীয় স্কোয়াশ প্লেয়ার।
 

210

মহম্মদ আজাহারউদ্দিন-
ভারতের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম মহম্মদ আজহারউদ্দিন। কিন্তু গড়াপেটা কাণ্ডে নাম জড়ানোর তার ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যায়। তার ক্রিকেট কেরিয়ারের মতনই ব্যক্তিগত জীবনও চড়াই-উৎরাইতে ভরা। তিনি দুটি বিবাহ করেন আর দুবারই বিচ্ছেদ করেন। আজহার ১৯৮৭তে নৌরিনকে বিয়ে করেছেন, তার দুটি ছেলেও হয়। ১৯৯৬তে তিনি ডিভোর্স নেন আর অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন, যার সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ব্যাডমিন্টন খেলোয়াড় জোয়ালা গাট্টার সঙ্গে আজহারের কথিতভাবে সম্পর্ক থাকার কারণে ২০১০এ সঙ্গীতা বিজলানির সঙ্গেও তার কথিতভাবে বিচ্ছেদ হয়ে যায়। এসবের বাইরেও আজহারের নাম শ্যানন ম্যারির সোংগে যোগ হয় যিনি একজন আমেরিকান ছিলেন।

310

মহম্মদ শামি-
মহম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের বিবাদের কথা সকলেরই জানা। হাসিন শামির উপর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো ও পারিবারিক হিংস ও মারধরের অভিযোগ এনেছিলেন। শামির বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর প্রমাণ স্বরূপ সোশাল মিডিয়ায় চ্যাটের স্ক্রিন শটও প্রকাশ্যে এনেছিলেন। বর্তমানে তারা আলাদা থাকেন। প্রসঙ্গত উল্লেখ্য, হাসিন জাহানেরও এর আগে আরও একটি বিয়ে হয়েছিল। সন্তানও রয়েছে। সেই সম্পর্ক তেকে বেরিয়ে এসেই শামিকে বিয়ে করেছিলেন তিনি। 
 

410

বিনোদ কাম্বলি-
কোনো এক সময় ভারতীয় দলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে মনে করা হত বিনোদ কাম্বলিকে। কিন্তু জীবনে এত বিতর্ক যোগ হয়েছিল যে যখনই তার কথা বলা হয় তো তার কৃতিত্বের চেয়ে এই বিতর্কগুলোই সামনে এসে দাঁড়ায়। ভারতের হয়ে ১০৪টি ওয়ানডে আর ১৭টি টেস্ট ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির ব্যক্তিগত জীবন যথেষ্ট চর্চার বিষয় থেকেছে। কাম্বলি প্রথমে নোয়েলা লুইসকে বিয়ে করেন, কিন্তু বিয়ের পর এই দুজনের মধ্যে প্রায়ই ঝামেলা হত। এর মধ্যে কাম্বলি একজন ফ্যাশন মডেল অ্যাণ্ড্রিয়া হেউইটের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এটা জানার পর তার স্ত্রী কাম্বলির সঙ্গে বিচ্ছেদ ঘটান। এমনটা মানা হয় যে এর মধ্যে অ্যাণ্ড্রিয়া গর্ভবতী হয়ে পড়েন আর তিনি একটি সন্তানের জন্ম দেন। যদিও এর দ্রুত পরেই কাম্বলি অ্যাণ্ড্রিয়াকে বিয়ে করে নেন। তার ছেলের নাম জেসাস ক্রিস্টায়ানো রাখা হয়।

510

শেন ওয়ার্ন-
সর্ব কালের সেরা স্পিন বোলারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন শেন ওয়ার্ন। চলতি বছরের মার্চ মাসে প্রয়াত হয়েছেন তিনি। কিন্তু ব্যাক্তিগত জীবন তার বিতর্কে ভরা। একাধিক মহিলার সঙ্গে তার সম্পর্কের কথা জানা য়ায়। ১৯৯৫ সালে শেন ওয়ার্ন সিমোয়েন কলহানকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর থেকে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওয়ার্নি। সেই কথা জানতে পারে ওয়ার্নের স্ত্রী তাকে ডিভোর্স দেন। তারপর থেকে আর বিয়ে করেননি শেন ওয়ার্ন। কিন্তু মহিলা সমক্রান্ত নানা বিতর্কে জড়িয়েছে কিংবদন্তী স্পিনারের নাম।
 

610

ক্রিস গেইল-
বিতর্ক ও ক্রিস গেইল সর্বদা একে অপরের পরিপূরক। গেইলের স্ত্রী ও কন্যা রয়েছে। কিন্তু তারপরও এক নয় একাধিক মহিলার সঙ্গে গেইলকে পার্টি করতে  দেখা যায়। ঘনিষ্ঠ অবস্থায় দেখা য়ায়। যা নিয়ে বিতর্কও কম হয় না। কিন্তু ইউনিভার্স বস এইসববকে থোরাই কেয়ার করেন। তিনি নিজের লাইফ নিজের মত করে বাঁচেন।
 

710

অ্যান্ড্রু নেল-
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার অ্যান্ড্রু নেলের বিরুদ্ধেও উঠেছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ। একবার ইংল্যান্ড সফরে গিয়ে জেলিনা কুল্টিয়াসোভা নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অ্যান্ডরু নেল। তিনি যে বিবাহিত ও তার স্ত্রী সন্তানসম্ভবা তা জেলিনাকে জানাননি নেল। এই কথা পরে জানতে পেরে মিডিয়ার সামনে অ্যান্ড্রু নেলের কীর্তির কথা ফাঁস করেন। যা নিয়ে কম বিতর্ক হয়নি।  কোনওক্রমে নিজের সংসার বাঁচান নেল। তার পর থেকে আর বিপথে যাননি তিনি। 

810

ভিভ রিচার্ডস-
ওয়েস্ট উন্ডিজ তথা বিশ্ব ক্রিকেচের কিংবদন্তী ব্যাটসম্যান ভিভ রিচার্ডস ও বলিউডের অভিনেত্রী নিনা গুপ্তার প্রেমের কথা সকলেরই জানা। বিয়ে না করলেও, তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। ভিভ রিচার্ডস আগে থেকেই বিবাহিত ছিলেন। তার সন্তানও ছিল। তাই নিনা গুপ্তার সহ্গে সম্পর্কে জড়ালেও, পরে স্ত্রীর কাছে ফিরে যাওয়াই সঠিক মনে করেন। 

910

জাভাগাল শ্রীনাথ-
প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ তার স্ত্রী (জ্যোৎস্না) থাকা সত্ত্বেও মাধবী পাত্রাবলি নামে এক সাংবাদিককে বিয়ে করার জন্য ডিভোর্স দিয়েছিলেন। এরপর তিনি ২০০৮ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন। জানা যায়, জাভাগাল শ্রীনাথও বিবাহ-বহির্ভূত সম্পর্কে মাধবী পাত্রাবলির সাথে জড়িয়ে ছিলেন। উল্লেখ্য, ২০০৩ বিশ্বকাপে জাভাগাল শ্রীনাথ ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ৬৭ টেস্টে ২৩৬ উইকেট এবং ২২৯ ওয়ানডেতে ৩১৫টি উইকেট নিয়েছেন। বর্তমানে তিনি আইসিসির ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন।
 

1010

শাহিদ আফ্রিদি-
একসময় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির বিশাল মহিলা ফ্যান ফলোয়িংয়ের বিষয়ে আমাদের সকলের জানা। তিনিও বাদ যাননি বিতর্ক থেকে। একবার পাকিস্তানেের ৩ ক্রিকেটার আফ্রিদি,হাসান রাজা এবং আতিক-উজ-জামানকে করাচির একটি হোটেলের ঘরে একদল মহিলার সাথে পাওয়া গিয়েছিল। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। সাময়িক সময়ের জন্য জাতীয় দল থেকে বাদও পড়েথছিলেন আফ্রিদি সহ অন্য়ান্য ক্রিকেটাররা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos