সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে ওয়ার্নার লিখেছেন, আমার মেয়ে ও স্ত্রীকে বিদায় জানানোর সময় চলে এসেছে। এই কদিন কোয়ারেন্টাইনের সময় মেয়েদের বোঝানো সহজ ছিল না যে তারা ঘর ছেড়ে বেরোতে পারবে না। কঠিন হলেও তারা সেটা মেনে চলেছে ও সীমীবদ্ধ জায়গাতেই অনেক আনন্দ করেছে। আমি তোমাদের খুব ভালোবাসি আর আবার তোমাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম।