ম্য়াচে রজত পাতিদারের অনবদ্য সেঞ্চুরির সৌজন্যে প্রথমে ব্য়াটে করে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রানে করে। দলের হয়ে সর্বোচ্চ ১১২ রান করেন রজত পাতিদার। এছাড়া ৩৭ রান করেন দীনেশ কার্তিক। ২৫ রান করেন বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে লখনউ। দ্বিতীয় কোয়ালিফায়ারে ২৭ তারিখ রাজস্থানের মুখোমুখি হবে আরসিবি।