ইডেনে সেঞ্চুরি করে রেকর্ড রজত পাতিদারের, আর কারা সেঞ্চুরি করেছেন আইপিএল প্লেঅফে

কলকাতার ইডেন গার্ডেন্স বুধবার আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টসের (RCB vs LSG) মধ্যে আইপিএল ২০২২ (IPL 2022) -এর প্রথম এলিমিনেটর সাক্ষী থাকছে এক অবিশ্বাস্য ইনিংসের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সেঞ্চুরি করে অনন্য নজির গড়েন রজত পাতিদার (Rajat Patidar)। প্রথন আনক্যাপড প্লেয়ার হিসেবে আইপিএল প্লে অফে সেঞ্চুরি করলেন পাতিদার। এক ঝলকে দেখে নিন আর কোন কোন ক্রিকেটার আইপিএল প্লে অফে সেঞ্চুরি করেছেন।
 

Sudip Paul | Published : May 26, 2022 9:20 AM IST / Updated: May 26 2022, 05:11 PM IST
18
ইডেনে সেঞ্চুরি করে রেকর্ড রজত পাতিদারের, আর কারা সেঞ্চুরি  করেছেন আইপিএল প্লেঅফে

মুরলি বিজয়-
২০১২ সালের আইপিএলের কোয়ালিফায়ারে শতরান করেছিলেন মুরলি বিজয়। সেবার দিল্লি ডেয়ার ডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) বিরুদ্ধে সিএসকের হয়ে দ্বিতীয় কোয়ালি ফায়ারে ১১৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন মুরলি বিজয়।

28

বীরেন্দ্র সেওয়াগ-
২০১৪ সালের আইপিএলে প্লে অফে সেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ। সেই কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে শতরান করেছিলেন নজবগড়ের নবাব। ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বীরেন্দ্র সেওয়াগ।

38

ঋদ্ধিমান সাহা-
২০১৪ সালের আইপিএল ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ঋদ্ধিমান সাহা। সেই সময় কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) হয়ে খেলতেন ঋদ্ধি। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের  বিরুদ্ধে ১১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলছিলেন ঋদ্ধিমান সাহা। তবে ফাইনাল জিতেছিল কেকেআর।

48

শেন ওয়াটসন-
২০১৮ সালে আইপিএল ফাইনালে সেঞ্চুরি করেছিলেন শেন ওয়াটসন। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতেন অজি তারকা। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলে কার্যত একাই দলকে চ্যাম্পিয়ন করেছিলেন শেন ওয়াটসন।

58

রজত পাতিদার-
আইপিএল ২০২২-এ প্লে অফে শতরান করলেন রজত পাতিদার। বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের হয়ে শতরান করেন রজত পাতিদার। চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে ইডেন গার্ডেন্সে সেঞ্চুরি করেন পাতিদার।

68

ব্যাট করতে নেমে রজত ৫৪ বলে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১০০ মিনিট ক্রিজে থেকে ক্রিকেটের নন্দনকানন মাতিয়ে দিলেন তিনি। ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকালেন রজত। ২০৭.৪০-র স্ট্রাইক রেটে করলেন অনবদ্য ব্যাটিং। পেলেন কেরিয়ারের প্রথম আইপিএল সেঞ্চুরির স্বাদ। 

78

এর সঙ্গেই এই সেঞ্চুরির সৌজন্যে রজত পাতিদার করে ফেললেন অনন্য আইপিএল রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ১৫ বছরের ইতিহাসে এই প্রথম 'আনক্যাপড' (যিনি এখনও দেশের হয়ে খেলেননি) ব্যাটার হিসাবে আইপিএল প্লেঅফে শতরান করার নজির গড়লেন। 

88

ম্য়াচে রজত পাতিদারের অনবদ্য সেঞ্চুরির সৌজন্যে প্রথমে ব্য়াটে করে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে  ২০৭ রানে করে। দলের হয়ে সর্বোচ্চ ১১২ রান করেন রজত পাতিদার। এছাড়া ৩৭ রান করেন দীনেশ কার্তিক। ২৫ রান করেন বিরাট কোহলি।  রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে লখনউ। দ্বিতীয় কোয়ালিফায়ারে ২৭ তারিখ রাজস্থানের মুখোমুখি হবে আরসিবি। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos