আইপিএল ২০২১ নিলামে সব থেকে বেশি দাম কোন ক্রিকেটারদের, দেখে নিন তালিকা

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পর ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতেই বসতে চলেছে আইপিএল ২০২১ মিনি নিলামের আসর। ১১১৪ জন নাম নথিভুক্ত করালেও চূড়ান্ত নিলামে মোট ২৯২ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তার মধ্যে ১৬৪ জন ভারতীয় ক্রিকেটার ও ১২৫ জন বিদেশি ক্রিকেটার। এই ২৯২ জন ক্রিকেটারের মধ্য মোট ১০ প্লেয়ার তাদের সর্বোচ্চ দাম নির্ধারন করেছেন। তাদের বেস প্রাইজ শুরু হচ্ছে ২ কোটি টাকা থেকে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকায় রয়েছে কোন কোন তারকা ক্রিকেটার।

Sudip Paul | Published : Feb 17, 2021 7:38 AM IST
110
আইপিএল ২০২১ নিলামে সব থেকে বেশি দাম কোন ক্রিকেটারদের, দেখে নিন তালিকা

গ্লেন ম্যাক্সওয়েল-
এক সময় আইপিএলের সবথেকে দামি প্লেয়ারদের তালিকায় থাকতেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু বিগত কিছু মরসুম ধরে টানা রানের খরা ভোগাচ্ছে অজি তারকাকে। গত মরসুমেও কিংস ইলেভেন পঞ্জাব দলের হয়ে তেমন দাগ কাটতে পারেননি ম্যাক্সওয়েল। তাই নিলামের আগে তাকে রিলিজ করেছে পঞ্জাব। তারপরও ২০২১ নিলামে নিজের বেস প্রাইজ ২ কোটি টাকা নির্ধারিত করেছেন গ্লেন ম্যাক্সওয়েল।
 

210

স্টিভ স্মিথ-
গত মরসুমেও রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। কিছু ম্যাচে রান করলেও, আশানারুপ পারফরমেন্স করতে পারেননি অজি তারকা। নিলামের আগে তাকে ছেড়ে দেয় রাজস্থান। তবে এবারও নিজের বেস প্রাইজ ২ কোটি টাকা নির্ধারিত করেছেন স্মিথ।
 

310

মইন আলি-
গত মরসুমে বিরাট কোহলির দলে ছিলেন ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান ও অফ স্পিনার মঈন আলি। কিছু ম্যাচে সুযোগ পেলেও, উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি ইংল্যান্ড তারকা। এবার নিলামের আগে তাকে রিলিজ দিয়েছে আরসিবি। তারপরও ২০২১ নিলামে নিজের বেস প্রাইজ ২ কোটি টাকা রেখেছেম মঈন আলি।
 

410

জ্যাসন রয়-
দিল্লি দলে থাকলেও তাকে রিলিজ করে দিয়েছে রাজধানীর দল। তবে এবারের আইপিএল নিজের নাম নথিভুক্ত করেছেন ইংরেজ তারকা। নিলামে নিজের বেস প্রাইজ শীর্ষ তালিকায় রেখেছেন জেসন রয়।

510

লিয়াম প্লাঙ্কিট-
২০২০ সালের আইপিএল নিজের বেস প্রাইজ ১ কোটি রেখেছিলেন ইংল্যান্ড তারকা লিয়াম প্লাঙ্কিট। আনসোল্ড ছিলন তিনি। তারপরও এবারের আইপিএলে নিজের নাম দ্বিগুণ করেছেন ইংরেজ তারকা।

610

কলিন ইনগ্রাম-
৫০ লক্ষ টাকা বেস প্রাইজ রেখেও আইপিএল ২০২০ নিলামে অবিক্রিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কলিন ইনগ্রাম। এবার আইপিএল নিলামে নিজের বেস প্রাইজ বাড়িয়ে ২ কোটি টাকা রেখেছেন ইনগ্রাম।

710

স্যাম বিলিংস-
২০২০ সালের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন ইংল্যান্ড তারকা স্যাম বিলিংস। কোনও রকম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেননি তিনি।তবে এবার আইপিএলে ফের নিজের নাম নথিভুক্ত করিয়েছেন বিলিংস। ২ কোটি টাকা বেস প্রাইজ রেখেছেন তিনি।
 

810

শাকিব আল হাসান-
কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরবাদের হয়ে আইপিএল খেললেও গত মরসুমে নির্বাসনের কারণে ভারতের কোটিপতি লিগে খেলা হয়নি শাকিব আল হাসানের। এবার নির্বাসন উঠে যাওয়ায় ২০২১ নিলামে ২ কোটি টাকার বেস প্রাইজে নিজের নাম নথিভুক্ত করেছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার।
 

910

হরভজন সিং-
করোনার কারণে গত মরসুমে আইপিএলে আরব আমিরশাহিতে সিএসকে দলের সঙ্গে যোগ দেননি ভারতের তারকা অফ স্পিনার হরভজন সিং। তাই তাকে এবছর নিলামের আগে রিলিজ দিয়েছে সিএসকে। তবে আইপিএল নিলামে নিজের প্রাইজ ২ কোটি টাকা রেখেছেন টার্বুনেটর।
 

1010

কেদার যাদব-
খারাপ পারফরমেন্সের কারণে দীর্ঘ দিন ভারতীয় দলের বাইরে মিডল অর্ডার ব্যাটসম্যান কেদার যাদব। সিএসকের হয়ে শেষ কয়েকটি মরসুমে ব্যাট কথা বলেনি কেদারের। তাকেও রিলিজ দিয়েছে চেন্নাই। তবে আইপিএল নিলামে নিজের বেস প্রাইজ ২ কোটি টাকাই রেখেছেন কেদার যাদব।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos