ছেটে ফেলেছে আগের দল, আইপিএল নিলামের আগে বিরাটের সঙ্গে খেলার ইচ্ছে প্রকাশ অজি তারকার

আইপিএলের নিলামের আগে এবছর একাধিক তারকাকে রিলিজ করেছে প্রায় সবকটি দল। তালিকায় রয়েছে একাধিক হেভিওয়েট নাম। স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, হরভজন সিংরা। তবে আইপিএল নিলামের আগেই কোন দলে খেলতে চান তা ইচ্ছা প্রকাশ করে জানালেন, অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। 

Sudip Paul | Published : Feb 17, 2021 4:31 AM IST
110
ছেটে ফেলেছে আগের দল, আইপিএল নিলামের আগে বিরাটের সঙ্গে খেলার ইচ্ছে প্রকাশ অজি তারকার

আইপিএলে অভিষেকটা ধামাকাদার করেছিলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৪ আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন অজি তারকা। ৫৫২ সরান করেছিলেন তিনি।
 

210

তবে তারপর থেকে আর ব্যাট সেভাবে কথা বলেনি ম্যাক্সির। গত আইপিএলে একেবারে অফ ফর্মে ছিলেন তিনি।  ১৩ ম্যাচে ১০৮ রান করেছিলেন ম্যাক্সওয়েল।
 

310

আইপিএলে ৮২টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। তাঁর সংগ্রহ ১৫০৫ রান এবং ১৯টি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে বিধ্বংসী মেজাজে খেললেও, আইপিএলে সেই ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ব্যাট হাতে তাঁর গড় ২২.১৩।
 

410

কিন্তু বেশ কয়েক বছর ধরে পঞ্জাবের হয়ে উল্লেখজনক পারফরমেন্স করতে না পারায়, এবার নিলামের আগে ম্যাক্সওয়েলকে রিলিজ করে দিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব দল।
 

510

এবার নিলামে ম্যাক্সওয়েল নিজের দাম রেখেছেন ২ কোটি টাকা। কোন দল তাঁকে নেবে তা নিলামের আগে জানা না গেলেও, নিজের পছন্দের দল আগেই জানিয়ে রাখলেন ম্যাক্সওয়েল।

610

বিরাট কোহালির সঙ্গে খেলতে চান ম্যাক্সওয়েল। কোহালির অধিনায়কত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে নেবে কি না সেই বিষয় যদিও এখনও কিছু জানা যায়নি। 
 

710

একইসঙ্গে এবি ডিভিলিয়ার্সকে বরাবর নিজের আদর্শ বলে মানেন গ্লেন ম্যাক্সওয়েল। তাই বিরাটে ও এবিডির সঙ্গে এক দলে খেলতে চান অজি তারকা অলরাউন্ডার।

810

বিরাটের আরসিবিও এবার একাধিক প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। মইন আলি, অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিস, ডেল স্টেনের মতো তারকারা রয়েছে সেই তালিকায়। 
 

910

নিলামে ৩৫ কোটি ২০ লক্ষ টাকা নিয়ে অংশ নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল ট্রফি এখনও অধরা বিরাট কোহলির দলের। ভলো দল গড়তে চাইছে আরসিবিও।
 

1010

তাই নিলামের আগে গ্লেন ম্যাক্সওয়েলের বিরাটের সঙ্গে খেলার ইচ্ছে প্রকাশ করায়, অজি তারকাকে নিতে আরসিবি ঝাপায় কিনা তা জানা যাবে ১৮ ফেব্রুয়ারি।

Share this Photo Gallery
click me!

Latest Videos