বোর্ড চাইছে, আমিরশাহি পৌঁছনোর পর প্রথম, তৃতীয় ও ষষ্ঠদিন ক্রিকেটারদের করোনা টেস্ট করাতে। এ ছাড়া ৫৩ দিনের প্রতিযোগিতায় প্রত্যেক পঞ্চম দিন টেস্ট করানোর কথা ভেবেছে বোর্ড। রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাঁরা অনুশীলনে নামতে পারবেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজির দাবি মানতে গেলে, দুইয়ের বেশি টেস্টের উপায় নেই। ফলে এই নিয়মে কীভাবে রদবদল আনা সম্ভব তানিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে বোর্ড কর্তারা।