ভারত-ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন মর্গ্যান, আইপিএলের আগে অশনি সংকেত কেকেআর শিবিরে

হারতে হয়েছে টেস্ট ও টি২০ সিরিজ। একদিনের সিরিজের প্রথম ম্য়াচ হেরে এমনিতেই সিরিজে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচ ব্রিটিশ বাহিনীর কাছে ডু অর ডাই। কিন্তু তার আগে বড়সড় দুঃসংবাদ ইংল্যান্ড দলের কাছে। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন অধিনায়ক ইয়ন মর্গ্যান। যা নিয়ে অশনি সংকেত দেখছ কেকেআর শিবিরও।
 

Sudip Paul | Published : Mar 26, 2021 5:17 AM IST / Updated: Mar 26 2021, 11:41 AM IST

18
ভারত-ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন মর্গ্যান, আইপিএলের আগে অশনি সংকেত কেকেআর শিবিরে

প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় হাত ফেটে গিয়েছিল ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের। চোট পান অপর ব্রিটিশ ব্যাটসম্যান স্যাম বিলিংসও। মাঠ ছেড়েছিলেন দুজনই। 

28

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল সিরিজের শেষ ২ ম্যাচে পাওয়া যাবে না অধিনায়ক মর্গ্যানকে। বিলিংস খেলতে পারবেন না দ্বিতীয় ম্যাচ।

38

মর্গ্যানের আঙুলে ৪টে সেলাই পড়েছে। বিলিংসের চোট রয়েছে গলার কাছে। তাঁদের বদলে দলে অভিষেক ঘটতে পারে লিয়াম লিভিংস্টোনের। দলে নেওয়া ডেভিড মালানকেও।
 

48


দ্বিতীয় ম্যাচে ইয়ন মর্গ্যানের পরিবর্তে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করবেন জনি বেয়ারস্টো। ডু অর ডাই ম্যাচে প্রথম এগারোর দুই তারকা না থাকা ইংল্যান্ডের কাছে বড় ধাক্কা।

58

নিজের চোট প্রসঙ্গে মর্গ্যান জানিয়েছেন,‘আজ ট্রেনিংয়ের আগে আমার হাতে ব্যাথ্যা অনুভব হয়েছে৷ বড় চোটের হাত থেকে রক্ষা পেয়েছি৷ প্রথম ম্যাচে ভুল পজিশনে ক্যাচ ধরতে গিয়ে এই অবস্থা হয়েছে৷ আজকের দিনে যেটা হতেই থাকে৷ বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে৷’ 
 

68

মর্গ্যান আরও বলেন, ‘এটা ছিল ফ্রেক ইনজুরি৷ এটা অত্যন্ত বিরিক্তকর৷ কিন্তু আমার হাতে কিছু ছিল না৷ আশা করি আমাকে ছাড়াই জোস বাকি দলকে নিয়ে ভালো খেলবে৷’
 

78

ইয়ন মর্গ্যানের চোট আইপিএলের আগে চিন্তা বাড়াল কলকাতা নাইট রাইডার্স শিবিরের। কেকেআর অধিনায়কের চোট প্রতিযোগিতা শুরুর আগে সারবে কিনা তা নিয়ে ধন্দে রয়েছে নাইট শিবির।
 

88

৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। ১১ তারিখ কেকেআরের প্রথম ম্যাচ। তার আগে দলের অধিনায়ক মর্গ্যান যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় সেই কামনাই করছে কেকেআর শিবির।
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos