একদিকে প্রতিমার প্রেমে পাগল হয়ে ওঠেন ইশান্ত শর্মা। অন্যদিকে প্রতিমা দেখে তাকে অহংকারী ভাবতে শুরু করেন। আসলে, একটি সাক্ষাৎকারে ইশান্ত বলেছিলেন, 'প্রথম দিকে প্রতিমা আমাকে একদমই পছন্দ করত না। সে মনে করত দুজনেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও তাহলে শুধু ক্রিকেটাররাই বেশি খ্যাতি পান কেন? কিন্তু যখন আমাদের দুজনের আলাপ হল, তখন সে বুঝল আমি এতটা অহংকারী নই।'