এবারের কেকেআরের ছাড়ার তালিকায় অন্যতম বড় নাম হল দীনেশ কার্তিক। ২০১৮-র মেগা অকশনে কার্তিককে কিনেছিল কলকাতা। সেবার গৌতম গম্ভীরের পরিবর্তে কার্তিককে অধিনায়ক করে কেকেআর। প্রথম বার কার্তিক দলকে প্লে-অফে তুললেও, পরের দুবার গ্রুপ স্টেজ থেকে ছিটকে গিয়েছে নাইটরা।