মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু আইপিএল ২০২০-র অভিযান, জেনে নিন কেকেআরের ক্রীড়াসূচি

Published : Sep 06, 2020, 06:46 PM IST

অবশেষে প্রকাশিত হয়েছে আইপিএলের ১৩ তম মরসুমের সম্পূর্ণ ক্রীড়াসূচি। ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আইপিএল ২০২০-র অভিযান। বাংলার প্রাণের দল কলকাতা নাইট রাইডার্স মাঠে নামছে ২৩ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে কার্তিক, রাসেল, নারিনদের প্রতিপক্ষ রোহিত শর্মার দল। সূচি প্রকাশের পর কেকেআরের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানানো হয় ২৩ সেপ্টেম্বর থেকে অভিযান শুরুর কথা। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক গ্রুপ লিগে কেকেআরের কবে কার সঙ্গে, কখন, কোথায় খেলা।  

PREV
114
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু আইপিএল ২০২০-র অভিযান, জেনে নিন কেকেআরের ক্রীড়াসূচি

২৩ সেপ্টেম্বর – কেকেআর বনাম মুম্বই – আবু ধাবি  (সন্ধে ৭.৩০)
 

214

২৬ সেপ্টেম্বর – কেকেআর বনাম হায়দরাবাদ – আবু ধাবি (সন্ধে ৭.৩০)

314

৩০ সেপ্টেম্বর – রাজস্থান বনাম কেকেআর – দুবাই (সন্ধে ৭.৩০)

414

৩ অক্টোবর – দিল্লি বনাম কেকেআর – শারজা (সন্ধে ৭.৩০)
 

514

৭ অক্টোবর – কেকেআর বনাম চেন্নাই – আবু ধাবি (সন্ধে ৭.৩০)

614

১০ অক্টোবর – কিংস ইলেভেন পাঞ্জাব বনাম কেকেআর – আবু ধাবি (বেলা ৩.৩০)

714

১২ অক্টোবর – আরসিবি বনাম কেকেআর – শারজা (সন্ধে ৭.৩০)
 

814

১৬ অক্টোবর – মুম্বই বনাম কেকেআর – আবু ধাবি (সন্ধে ৭.৩০)
 

914

১৮ অক্টোবর – কেকেআর বনাম হায়দরাবাদ – আবু ধাবি (বেলা ৩.৩০)
 

1014

২১ অক্টোবর – কেকেআর বনাম আরসিবি – আবু ধাবি (সন্ধে ৭.৩০)
 

1114

২৪ অক্টোবর – কেকেআর বনাম দিল্লি – আবু ধাবি (বেলা ৩.৩০)
 

1214

২৬ অক্টোবর – কেকেআর বনাম কিংস ইলেভেন পাঞ্জাব – শারজা (সন্ধে ৭.৩০)
 

1314

২৯ অক্টোবর – চেন্নাই বনাম কেকেআর – দুবাই (সন্ধে ৭.৩০)
 

1414

১ নভেম্বর – রাজস্থান বনাম কেকেআর – দুবাই (সন্ধে ৭.৩০)

click me!

Recommended Stories