রাসিখ সালাম-
কাশ্মীরের পেসারকে দলে এনে চমক দেওয়ার চেষ্টা করছে কলকাতা। শিবম মাভির বদলে তাঁকেই খেলাচ্ছে দল। এখনও অবধি কোনও উইকেট পাননি তিনি। শুক্রবার তাঁকে ফের সুযোগ দেওয়া হবে নাকি মাভিকে ফিরিয়ে আনা হবে সে দিকে নজর থাকবে। তবে মাভি যেভাবে রান দিয়েছে, সেখানে রাসিখ সালাম উইকেট না পেলেও রান খুব বেশি খরচ করেননি।