ফের কেকেআর দলে একাধিক পরিবর্তন, দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য একাদশ

আইপিএল ২০২২ (IPL 2022) -এ শেষ চারের আশা সরু সুতোর উপর ঝুলছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। শেষ দুটি ম্য়াচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের উপর। গত ম্য়াচ মুম্বইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় দলের আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়েছে। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে জিততে মরিয়া শ্রেয়স আইয়রের দল। গত ম্যাচ জিতলেও সানরাইজার্সের বিরুদ্ধে কেকেআর (KKR) দলে হতে পারে একাধিক পরিবর্তন। দেখে নিন ডু অর ডাই ম্য়াচে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ (probable playing xi)।

Sudip Paul | Published : May 13, 2022 5:50 PM
110
ফের কেকেআর দলে একাধিক পরিবর্তন, দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য একাদশ

অজিঙ্কে রাহানে-
আইপিএল ২০২২-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম দিকের কিছু ম্য়াচে ওপেন করেছিলেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কে রাহানে। প্রথম ম্য়াচে ব্যাটে রান পেলেও পরের দিকে ম্য়াচে রানের মধ্যে ছিলেন না তিনি। যার ফলে বাদ পড়তে হয়েছিল প্রথম একাদশ থেকে।  মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ধীর গতিতে হলেও ২৫ রানের ইনিংস খেলে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন। সানরাইজার্সের বিরুদ্ধে বড় রান করাই লক্ষ্য রাহানের।

210

ভেঙ্কটেশ আইয়র-
২০২১ আইপিএলের কেকেআরের সেরা আবিষ্কার ছিল ভেঙ্কটেশ আইয়র। সেই কারমে তাকে রিটেনও করে দল। কিন্তু এবার আইপিএলের প্রথম দিকে একেবারেই ছন্দে পাওয়া যায়নি তাকে। যার ফলে বাদ পড়তে হয়। মুম্বই ম্যাচে ফের সুযোগ পান ভেঙ্কটেশ। ব্য়াট হাতে ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ঘোষণা করেন। এবার হায়দরাবাদের বিরুদ্ধেও তার লক্ষ্য বড় রান করা।

310

শ্রেয়স আইয়র-
ব্য়াট হাতে রানে না পেলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলের জয়ে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। কিন্তু ব্য়াট হাতে এখনও ধারাবাহিকতার অভাবে ভুগছেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান। দলের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এই পরিস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফের একবার ব্যাট হাতে রানে ফিরতে মরিয়া শ্রেয়স।

410

নীতিশ রানা-
দিল্লি ও রাজস্থানের বিরুদ্ধে অনবদ্য ব্য়াটিং করে রানে ফিরেছিলেন নীতিশ রানা। ব্যাট হাতে এবারের আইপিএলে কেকেআরের মিডল অর্ডারের অন্যতম বড় ভরসা তিনি। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে আসেনি বড় রান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও খেলেছেন ৪৩ রানের ঝকঝকে ইনিংস।  এবার সানরাইজার্সের বিরুদ্ধে জ্বলে ওঠার অপেক্ষায় বাঁ হাতি তারকা ব্যাটসম্য়ান। 
 

510

রিঙ্কু সিং-
গুজরাট, দিল্লি ও রাজস্থানের বিরুদ্ধে দলে সুযোগ পেয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন নীতিশ রানা। কিন্তু গত ম্য়াচে লখনউয়ের বিরুদ্ধে বড় রান পাননি তিনি। মুম্বই ম্য়াচে ২৩ রান করে লড়াই করার চেষ্টা করেছিলেন যখন দলের ব্য়াটিং ভরাডুবি ঘটছিল। শেষের দুটি ম্যাচ ব্য়াটে ফের একবার নিজের জাত চেনানোই লক্ষ্য রিঙ্কু সিংয়ের। একইসঙ্গে ফিল্ডিংয়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।
 

610

আন্দ্রে রাসেল-
এবারের আইপিএলে ব্য়াট হাতে ছন্দে থাকলেও ধারাবিহকতার অভাব রয়েছে আন্দ্রে রাসেলের। তবে বেশ কয়েকটি ম্য়াচে অনবদ্য ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন ক্যারেবিয়ান তারকা। বল হাতেও প্রয়োজনরে সময় নিয়েছেন উইকেট।  মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে রান না পেলেও বল হাতে নিয়েছেন ২ উইকেট। এবার হায়দরাবাদের বিরুদ্ধে রাসেলের মাসেল পাওয়ার দেখার অপেক্ষায় কেকেআর প্রেমিরা।
 

710

শেলডন জ্যাকসন/ স্যাম বিলিংস-
আইপিএলের শুরুর দিকে কেকেআরে একাধিক ম্য়াচ দলে সুযোগ পেয়েছিলেন শেলডন জ্যাকসন। কিন্তু নিজেকে প্রমাণ করতে পারেননি। মাঝে দল থেকে বাদ পড়লেও ফের একবার মুম্বই ম্য়াচে সুযোগ পান তিনি। তাও ব্য়াট হাতে সফল হননি। তবে উইকেটের পেছনে গ্লাভস হাতে ভালো পারফর্ম করেছেন। সানরাইজার্স ম্য়াচে তার উপরে ভরসা রাখতে পারে দল। তাছাড়া সুযোগ পেতে পারেন স্যাম বিলিংসও। আইপিএলের শুরুর দিকে প্রথম কয়েকটি ম্য়াচে সুযোগ পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিংস। খুব বড় ইনিংস খেলতে না পারলেও কয়েকটি ম্য়াচে ভালো ঝলক দেখিয়েছিলেন। প্রতিযোগিতার শেষ লগ্নে এসে আরও একবার দলে সুযোগ পেতে পারেন তিনি। নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন তিনি। 

810

টিম সাউদি-
এবার আইপিএলের কেকেআর পেস অ্যাটাকে মোটামুটিভাবে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন নিউজিল্য়ান্ডেক অভিজ্ঞ মিডিয়াম পেসার টিম সাউদি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ ওভারে ১০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। নিজেকর জাতীয় দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের দলের সেরাটা দেওয়ার অপেক্ষায় তারকা পেসার।
 

910

উমেশ যাদব-
এবারের আইপিএলে কেকেআরের পেস অ্য়াটাকে সবথেকে ভালো পারফর্ম করেছেন উমেশ যাদব। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও রয়েছেন তিনি। গত ২ ম্য়াচে কাফ মাসেলে চোটের কারণে খেলতে পারেননি তিনি। সানরাইজার্স ম্য়াচে ফের তার খেলার সম্ভাবনা রয়েছে।  বল হাতে আগুন ঝরাতে প্রস্তুত  'বিদর্ভ এক্সপ্রেস'। 
 

1010

বরুণ চক্রবর্তী-
এবারের আইপিএলের শুরুতে কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র ছিলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তাকে রিটেনও করেছিল কেকেআর। কিন্তু আশানরূপ একেবারেই পারফর্ম করতে পারেননিন তিনি। বাদ পড়তে হয় দল থেকে। মুম্বইয়ের বিরুদ্ধে ৩ ওভারে ২২ রান দিয়ে নেন ১ উইকেট। শেষ ২ ম্য়াচ ফের একবার নিজেক জাদু দেখাতে মরিয়া বরুণ। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos