বর্তমানে টি২০ ক্রিকেটে (T20 Crivet) অনেকটাই ব্যাটসম্য়ানদের খেলা হয়ে উঠেছে। দর্শকরাও উইকেটের থেকে চার-ছয়ের ফুলঝুরি দেখতে বেশি ভালোবাসেন। টি২০ ক্রিকেটের একটি ম্যাচে একজন বোলারের (Bowler) পক্ষ ৬ উইকেট নেওয়াটা কতটা দুঃসাধ্যে তা সকলেরই জানা। তবে ক্রিকেট বিশ্বে এমন ৫ জন বোলার রয়েছে যারা এমন কাজ করেছেন। চিনে নিন তাদের।