টি২০ ম্য়াচে একাই নিয়েছেন ৬ উইকেট, চিনে নিন সেই বোলারদের, তালিকায় ২ ভারতীয়

বর্তমানে টি২০ ক্রিকেটে (T20 Crivet) অনেকটাই ব্যাটসম্য়ানদের খেলা হয়ে উঠেছে। দর্শকরাও উইকেটের থেকে  চার-ছয়ের ফুলঝুরি দেখতে বেশি ভালোবাসেন। টি২০ ক্রিকেটের একটি ম্যাচে একজন বোলারের (Bowler) পক্ষ ৬ উইকেট নেওয়াটা কতটা দুঃসাধ্যে তা সকলেরই জানা। তবে ক্রিকেট বিশ্বে এমন ৫ জন বোলার রয়েছে যারা এমন কাজ করেছেন। চিনে নিন তাদের। 

Sudip Paul | Published : Sep 4, 2022 3:54 PM
15
টি২০ ম্য়াচে একাই নিয়েছেন ৬ উইকেট, চিনে নিন সেই বোলারদের, তালিকায় ২ ভারতীয়

দীপক চাহার-
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সেরা বোলিং ফিগার রয়েছে ভারতীয় মিডিয়াম পেসার দীপক চাহারের দখলে। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচে ৭ রাম দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন দীপক চাহার। দলের জয়ে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। 

25

অজন্তা মেন্ডিস-
শ্রীলঙ্কার বিস্ময়কর স্পিনার অজন্তা মেন্ডিস হলেন একমাত্র বোলার যিনি আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে একবার নয়, দুবার ৬ উইকেট নিয়েছেন। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন ও ২০১২ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

35

যুজবেন্দ্র চাহল-
এই তালিকায় দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে নাম রয়েছে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলের। ২০১৭ সালে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ওভারে ২৫ রান দিয়ে নিজের স্পিনের জালে শিকার করেছিলেন ৬ জন ব্রিটিশ ব্যাটসম্যানকে।

45

অ্যাস্টন অ্যাগার-
টি২০ ক্রিকেটে ৬ উইকেট নেওয়া বোলারদের তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন অ্যাগার। ২০২১ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০ রান খরচ করে ৬ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিককা নিয়েছিলেন তিনি।

55

ওবেড ম্যাককয়-
সম্প্রতি এই তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করিয়েছেন ক্যারেবিয়ান ফাস্ট বোলার ওবেড ম্য়াককয়। চলতি বছরেই ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos