পনটিয়াক ফায়ারবার্ড ট্যান এএম, (মূল্য ৭০ লক্ষ টাকা) -
ধোনির কাছে দুর্দান্ত ভিনটেজ গাড়ির সংগ্রহও রয়েছে। ১৯৭০ থেকে ১৯৮০-এর দশকের পনটিয়াক ফায়ারবার্ড ট্যান এএম রেট্রো ডিজাইনের গাড়ি রয়েছে। এই গাড়িটি এমএস ধোনি তাঁর স্ত্রী সাক্ষীকে ২০২০ সালে উপহার দিয়েছিলেন। এই গাড়ি দাম প্রায় ৭০ লাখ টাকা।