হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) প্রেম, বিয়ে ও বাবা হওয়ার গল্প সুপাট ডুপার হিট। কিন্তু হার্দিক পান্ডিয়ার ভাই ক্রুণাল পান্ডিয়ার (Krunal Pandya) প্রেম কাহিনী (Love Story) নিয়ে ততটা চর্চা হয়না। কিন্তু অনেকেই হয়তো জানে না, হার্দিকের থেকেও বেশি রোমাঞ্চকর ক্রুণাল পান্ডিয়ার লাভ স্টোরি। যা জানলে অবাক হবেন সকলেই।