৪. সুরেশ রায়নাঃ
আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ নম্বরে রয়েছেন সুরেশ রায়না। মাঝে গুজরাট দলের হয়ে খেললেও, আইপিএল কেরিয়ারের বেশিরভাগ সিজেন খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। গতবার পর্যন্ত তিনি চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিলেন। তবে এবার আইপিএলে তিনি এখনও দল পাননি। এখনও পর্যন্ত আইপিএলে সুরেশ রায়নার সংগ্রহ ২০৯ ম্যাচে ৫৫২৮ রান। সর্বাধিক স্কোর ১০০, গড় ৩২.৫১, স্ট্রাইক রেট ১৩৬.৭৬। এবার আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাববে সুরেশ রায়নাকে।