রবিন উথাপ্পাঃ
চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আইপিএল কেরিয়ার গেলেও, ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন রবিন উথাপ্পা। কলকাতার নাইট রাইডার্সের দুবার আইপিএল চ্যাম্পিয়ন হবার পেছনে রবিনের গুরুত্ব অনস্বীকার্য। এছাড়া ট্রফি জিততে না পারলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পুনে ওয়ারীয়র্সের হয়েও। ১৭৭ ম্যাচে উথাপ্পার সংগ্রহ ৪৪৪১ রান। সর্বাধিক স্কোর ৮৭ রান। গড় ২৮.৮৩, স্ট্রাইকরেট ১৩০.৫০। কলকাতা এবছর তাকে ছেড়ে দিলেও, রাজস্থান রয়্যালসের হয়ে নিজেকে আরও একবার প্রমাণ করতে মরিয়া উথাপ্পা।