ম্যাচের আগে ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রাউলি জানিয়েছেন, ভারতীয় স্পিনাররা দারুণ বোলার। আগে থেকে ওদের বিরুদ্ধে রণনীতি ঠিক করে নামা কঠিন। ব্যাট করার সময় দেখতে হয়, বল কতটা ঘুরছে, পিচ কী রকম। তার পরে নিজের কৌশল তৈরি করতে হয়। তবে এ বার লাল বলে খেলা বলে ব্যাটসম্যানদের একটু সুবিধে হলেও হতে পারে বলে মন্তব্য ক্রাউলির।