আত্মবিশ্বাস ভারত বনাম নাছোড় ইংল্যান্ড, জেনে নিন তৃতীয় টি২০ ম্য়াচে কোন দল এগিয়ে

প্রথম ম্যাচে লজ্জার হারের পর দ্বিতীয় ম্য়াচে ঘুড়ে দাঁড়িয়ে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। অভিষেকে ইশান কিষাণের স্বপ্নের ইনিংস ও বিরাট কোহলির রানে ফেরা বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে ভারতীয় দলকে। মঙ্গলবার তৃতীয় ম্যাচ জিতে এবার সিরিজে লিড নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
 

Sudip Paul | Published : Mar 15, 2021 1:48 PM IST / Updated: Mar 15 2021, 07:31 PM IST

110
আত্মবিশ্বাস ভারত বনাম নাছোড় ইংল্যান্ড, জেনে নিন তৃতীয় টি২০ ম্য়াচে কোন দল এগিয়ে

প্রথম ম্য়াচে ব্যটিং লাইনআপের ব্যর্থতার জন্যই ডুবতে হয়েছিল ভারতীয় দলকে। শ্রেয়স আইয়র ছাড়া বড় রান পায়নি অন্য কোনও ব্যাটসম্যান। ১২৫ রানের টার্গেট অনায়াসেই চেজ করে নেয় ইংল্যান্ড।

210

দ্বিতীয় টি২০ ম্যাচে বেশ কিছু পরিবর্তন করে ভারতীয় দল। শিখর ধওয়ানের পরিবর্তে দলে সুযোগ পান ইশান কিষাণ ও অক্ষর প্যাটেলের পরিবর্তে ব্যাটিং শক্তি বাড়িয়ে সুযোগ দেওয়া হয় সূর্যকুমার যাদবকে।
 

310

দ্বিতীয় ম্যাচে ভুবনেশ্বর , শার্দুল, ওয়াশিংটন সুন্দর ও চাহলদের আটোসাঁটো বোলিং ইংল্য়ান্ডকে ১৬৪ রান আটে রাখে। দীর্ঘ দিন পর বল করে উইকেট না পেলেও খুব বেশি রান খরচ করেননি হার্দিকও। ফলে তৃতীয় ম্যাচে বোলিং বিভাগ নিয়ে খুব একটা চিন্তা নেই বিরাটের।
 

410

অপরদিকে দ্বিতীয় ম্যাচে অভিষেকেই ৩২ বলে ৫৬ রানের ইনিংস খেলে একাধিক নজির গড়েন ইশান কিষাণ। ৫টি চার ও চারটি ছয়ে সাজানে তার ইনিংসের প্রশংসা করেছেন সকলেই।
 

510

শুধু ইশান কিষাণ নয়, দ্বিতীয় ম্যাচে রানে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। ৭৩ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে টি২০ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান পূরণ করার রেকর্ড গড়েন কোহলি।
 

610

যদিও ওপেনিংয়ে ইশানের জুটি নিয়ে একটু সমস্যা রয়েছে। কারণ প্রথম ম্যাচে ফ্লপ করায় বাদ যায় ধওয়ান, পরপর দু ম্যাচে রান পায়নি কেএল রাহুলও। দু- ম্যাচ বিশ্রামে ছিলেন রোহিত শর্মা। ফলে তৃতীয় ম্যাচে রোহিতের ফেরা একপ্রকার নিশ্চিৎ।
 

710

রোহিত ফিরলে দলের শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তৃতীয় ম্যাচে নামার আগে একশো শতাংশ আত্মবিশ্বাসী বিরাট কোহলির দল।
 

810

অপরদিকে ঘুড়ে দাঁড়িয়ে সিরিজে লিড পেতে মরিয়া ইয়ন মর্গ্যানের দলও। ব্যাটসম্যানরা সকলেই অল্প বিস্তর  রান করলেও, কেউ বড় রান করতে পারছে না। তা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে ইংল্যান্ড শিবির।
 

910

বোলিং অ্যাটাকেও দ্বিতীয় ম্যাচে আর্চার ও স্যাম কুরান ছাড়া কেউ দাগ কাটতে পারেনি। ফলে বোলিং লাইনআপে বেশ কিছু পরিবর্তন করতে পারে ব্রিটিশ লায়ন্সরা। মার্ক উট ও মঈন আলি ফিরতে পারেন দলি।

1010

সব মিলিয়ে তৃতীয় টি২০ ম্যাচ জেতার জন্য মরিয়া দুই দল। তবে ঘরের মাঠে প্রথম টি২০ ম্যাচ হারের পর যেভাবে ঘুড়ে দাঁড়িয়েছে ভারতীয় দল, তাতে টিম ইন্ডিয়াকেই তৃতীয় ম্যাচে কিছুটা এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

Share this Photo Gallery
click me!
Recommended Photos