শুধুই সেক্সি বা হট নয়, সাক্ষী দেখতেও খুব সুন্দর। ছবি তুলতে ও তা বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সাক্ষীর অন্যতম প্রধান সখও।সোশ্যাল মিডিয়া একাধিক হট লুকে ধরা দিয়েছেন সাক্ষী। যা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আর ঝড় তুলেছে সকলের মনে। তার ফ্যান ফলোয়ার্সারে সংখ্য়াও আকাশ ছোয়া।