বিগত বেশ কয়েকটি মরসুম ধরে কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন নীতিশ রানা। আইপিএল ২০২১ -এর প্রথম পর্বে দুরন্ত ফর্মে ছিলেন বাঁ-হাতি তারকা ব্যাটসম্যান। মাঠের বাইরেও বিন্দাস লাইফ লিড করেন রানা ও তার স্ত্রী সাচি মারওয়াহা। সাচি দেখতে খুবই সুন্দরী ও হট। তার রূপ, গ্ল্যামার ও হটনেস কোনও নায়িকার থেকে কম নয়। কিন্তু বিরাট, রোহিত, ধোনিদের স্ত্রীদের আড়ালে প্রচারে অন্তরালেই থেকে গিয়েছে সাচি। আজ আপনাদের জানাবে নীতিশ রানা ও তার স্ত্রী সাচির গল্প।