ধোনি-সাক্ষী একসাথে এক যুগ পার, ১২ তম বিবাহ বার্ষিকীতে ফিরে দেখা মাহির বিয়ের অ্যালবাম

ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২০ সালে। এখনও চালিয়ে যাচ্ছেন আইপিএল (IPL) খেলা। তবে তার জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। কারণ নামটা যে এমএস ধোনি (MS Dhoni)।  ধোনি ও তার স্ত্রী সাক্ষী (Sakshi Dhoni)বরাবরাই শিরোনামে থাকেন। ৪ জুলাই তাদের বিবাহ বার্ষিকী (Wedding anniversary)। বিয়ের পর দেখতে দেখতে এক সঙ্গে ১২ বছর পার করে ফেললেন মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী। বিবাহ বার্ষিকীতে  শুভচ্ছার জোয়ারে ভাসছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও তার স্ত্রী। ধোনির প্রেম ও বিয়ে নিয়ে এখনও ভক্তদের মধ্যে কৌতুহল কম নয়। ১২ তম বিবাহ বার্ষিকীতে আরও একবার ফিরে দেখা ধোনির প্রেম ও বিয়ের কাহিনি।

Sudip Paul | Published : Jul 4, 2022 4:28 PM IST
16
ধোনি-সাক্ষী একসাথে এক যুগ পার, ১২ তম বিবাহ বার্ষিকীতে ফিরে দেখা মাহির বিয়ের অ্যালবাম

১১ বছর আগে আজকের দিনেই মহেন্দ্র সিংহ ধোনি ও সাক্ষী সিংহ রাওয়াতের বিয়ে হয়েছিল। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ে করেছিলেন সেই সময়ের ভারত অধিনায়ক। মিডিয়া বিয়ের ব্যাপারে বিন্দুবিসর্গ জানত না। তাঁর সতীর্থরাও টের পাননি। বিপাশা বসুই সংবাদমাধ্যমে প্রথমে জানিয়েছিলেন, ধোনি বিয়ে করতে চলেছেন। 
 

26

ধোনি ও সাক্ষীর সম্পর্কের শুরু কলকাতায়। তখন তাজ হোটেলে ইন্টার্নশিপ করছেন সাক্ষী। ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে  কলকাতায় গিয়েছিলেন  ধোনি।  সেখানেই দুই জনের আলাপ। দুই পরিবারের মধ্যে আগে থেকে পরিচয় থাকলেও ১০ বছর যোগাযোগ ছিল না ধোনি ও সাক্ষীর। এক ‘কমন ফ্রেন্ড’-এর মাধ্যমে নতুন করে যোগাযোগ হয়। তারপরই প্রেমের শুরু।

36

২০০৮ সালের মার্চ থেকে ডেট করা শুরু করেন মাহি আর সাক্ষী। দুজনকে একসঙ্গে দেখা যায় বেশ কয়েকটি জায়গায়। ধোনি ও সাক্ষীর প্রেমের খবর ছড়িয়ে পড়ার পরই শুরু হয়েছিল বিয়ে নিয়ে গুঞ্জন। মিডিয়ার চোখ থেকেও নিজেদের প্রেম বেশি দিন লুকিয়ে রাখতে পারেননি ধোনি সাক্ষী।
 

46

অবশেষে ১১ বছর আগে ৪ জুলাই ২০১০ সালে দেরাদুনের একটি রিসর্টে একটি বিয়ে করেন ধোনি। ৭ জুলাই নিজের জন্মদিনের দিন মুম্বইতে রিসেপশন দেন  মাহি। ধোনির কঠিন সময়ে সব সময় পাশে থেকেছেন সাক্ষী। পরবর্তীতে ধোনির পরিবারে আসে একটি ছোট্ট টুকটুকে কন্যা সন্তান। নাম জিভা। মেয়ের সঙ্গে বিভিন্ন মজার মুহূর্ত কাটান ধোনি।

56

দ্বাদশ বিবাহ বার্ষিকীতে সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন ধোনি ও সাক্ষী। তার পরিবার, পরিজন, ভারতীয় ক্রিকেটার থেকে শুরু ধোননির ভক্তরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন এমএসডিকে। ধোনির আইপিএল দল চেন্নাই সুপার কিংসের তরফ থেকেও  শুভেচ্ছা জানানো হয়েছে।
 

66

বর্তমানে আইপিএল খেলার পাশাপাশি সুখ দাম্পত্য জীবন উপভোগ করছেনন ক্যাপ্টেন কুল। বর্তমানে সপরিবারে বিদেশে রয়েছেন ধোনি। ৭ জুলাই ধোনির জন্মদিন। এবার বিদেশেই হবে সেলিব্রেশন। আগামী দিনগুলিও সেলেব ক্যাপলের এইভাবেই খুশিতে কাটুক, শুভকামনা ভক্তদের
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos