টেস্ট অভিষেকের ২৪ পর সেই দিনে নস্টালজিক সৌরভ গঙ্গোপাধ্যা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একটি ছবিও। সঙ্গে লেখেন,'এ দিনই অভিষেক করেছিলাম। জীবনের সেরা মুহূর্ত।' সৌরভের অভিষেকের দিন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসির হুসেন বলেন,'সৌরভই ভারতকে একটা দারুণ লড়াকু দলে পরিণত করেছিল। ওর সময়ই দলটা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। অধিনায়ক সৌরভের ভারতের বিরুদ্ধে নামলে মনে হত যেন যুদ্ধ করতে নেমেছি। ছেড়ে কথা বলত না ওর সেই ভারতীয় টিম। এই কারণে ওকে আমি অসম্ভব শ্রদ্ধা করি।'