আর এই টুর্নামেন্টই সৌরভ-রাহুলদের জমানা থেকে ভারতীয় দলকে এনে ফেলেছিল ধোনিদের জমানায়। ২০০৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপের পর, যা পরবর্তী বিশ্বকাপের দল তৈরিতেও সহায়তা করেছিল। জন্ম হয়েছিল এক তরুণ সাহসী ভারতীয় দলের। আর ভারত পেয়েছিল সৌরভ জমানার পরবর্তী অধিনায়ক, এমএস ধোনিকে।