কেকেআর তারকা প্যাট কামিন্সের বিলাসবহুল বাংলো, তার অন্দরমহল দেখলে অবাক হবেন

আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্য়াট কামিন্সের (Pat Cummins)ঝোড়ো ইনিংসের প্রশংসায় পুরো ক্রিকেট বিশ্ব। ১৪ বলে ৫০ রান করে আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে সবথেকে কম বলে অর্ধশতরান করার নজির গড়েছেন তিনি। যার পর থেকেই কেকেআর তারকার ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতুহল কম নয় ক্রিকেট প্রেমিদের মধ্য়ে। আজ আপনাদের দেখাবো প্যাট কামিন্সের বিলাস বহুল বাংলোর অন্দরমহল। সম্প্রতি কোটি কোটি টাকায় একটি বিলাস বহুল বাংলো কিনেছেন প্যাট কামিন্স।  চলুন দেখুন নেওয়া যাক প্যাট কামিন্সের বাংলো।

Sudip Paul | Published : Apr 7, 2022 6:53 AM IST
18
কেকেআর তারকা প্যাট কামিন্সের বিলাসবহুল বাংলো,  তার অন্দরমহল দেখলে অবাক হবেন

২০২০ সালে আইপিএলে ১৫.৫ কোটি টাকা দিয়ে অজি স্পিড স্টার প্যাট কামিন্সকে কিনেছিল কেকেআর। সেবার আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন প্য়াট কামিন্স। ২০২২ আইপিএল মেগা নিলামে তাকে রিটেন না করে কেকেআর নিলামে ৭.২৫ কোটি টাকা দিয়ে প্যাট কামিন্সকে কেনে কেকেআর। কেকেআরের পেস অ্যাটাকের সেরা ভরসা অজি তারকা। ব্যক্তিগত জীবনে তার বিলাস বহুল বাংলো দেখলে অবাক হবেন আপনিও।

28

আগে একাধিক বাংলো থাকলেও সম্প্রতি একটি বিলাস বহুল বাংলো কিনেছেন অজি স্পিড স্টার প্যাট কামিন্স। যেখানে নিজের বান্ধবী বেকি বস্টনের সঙ্গে তিনি থাকবে বলেও শোনা যাচ্ছে। এমনিতেই অস্ট্রেলিয়ার যে সকল ধনী ক্রিকেটাররা রয়েছে তাদের মধ্যে উপরের সারিতে রয়েছেন প্যাট কামিন্সের নাম। তার বাংলোর অন্দরমহল সত্যিই নজরকাড়া।
 

38

প্যাট কামিন্স যে অপরূপ সুন্দর বাংলোটি কিনেছে তা পূর্ব সিডনিতে সমুদ্রের তীরে অবস্থিত। যেই বাংলোর আকাশছোয়া দাম শুনলে চমকে উঠতে হয়। ভারতীয় টাকায় সেই বাংলোর দাম প্রায় ৫৪ কোটি চাকা। যেই বাংলোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। সকলেই খুবই পছন্দ করেছিল প্য়াট কামিন্সের বিলাসবহুল বাংলো।
 

48

প্যাট কামিন্স বাংলোটি কেনার পর তার নতুন নামকরণ করেছিলেন।  নতুন বাংলোর নাম ‘ফিগট্রি হাউজ’ দিয়েছিলে অস্ট্রেলিয়া ও কেকেআরের তারকা পেসার। সমুদ্রের পারে অবস্থিত তিন তলার এই বাংলোটি খুব সুন্দর করে সাজানো। যার আশপাশ খুবই মনোরম ও স্বাস্থ্যকর। এমনিতেই মন ভালো করে দেওয়ার মত রূপ এই বাংলো ও তার বাহ্যিক পরিবেশের।
 

58

এই বিলাস বহুল বাংলোতে মোট পাঁচটি বড়ো বেড রুম রয়েছে। বেড রুম থেকে সমুদ্রের ভিউ মন ভালো করে দেওয়ার মত। ক্রিকেট খেলার বাইরে সময় পেলে একান্তে সময় কাটানোর জন্যই এই বাংলোটি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন প্য়াট কামিন্স। যেখানে তিনি তার বান্ধবী বেকি বস্টন ও সন্তানকে নিয়ে থাকেন।
 

68

এছাড়া এই অপরূপ সুন্দর বাংলোরর কিচেন দেখলে তাক খেয়ে যাওয়ার মত। এছাড়া বসার ঘর থেকে ডাইনিং সবকিছুই চোখ ধাধানো। জানা গিয়েছে বাংলোটির পজিশন প্রথম দেখার পরই পছন্দ হয়ে গিয়েছিল প্য়াট কামিন্সের। তারপর তিনি নিজে ইন্টেরিয়ার ডেকোরেশনের লোকের সঙ্গে পরিকল্পনা করে নিজের মন মত করে পুরো বাড়ি সাজিয়েছেন।
 

78

প্রসঙ্গত, অজি স্পিড স্টার দীর্ঘ বছর ধরে সম্পর্কে রয়েছেন তার বান্ধবী বেকি বস্টনের সঙ্গে। গতত বছর তাদের একি পুত্র সন্তানও হয়েছে। ক্রিকেটের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন প্য়াট কামিন্স। ভবিষ্যতে একান্তে প্রকৃতির সান্নিধ্যে শুধু পরিবারের সঙ্গে থাকার জন্য প্য়াট কামিন্সের এই বাংলো একেবারেই যথার্থ।
 

88

বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত রয়েছেন প্যাট কামিন্স। বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতে ১৫ বলের ৫৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ৪ ওভার বাকি থাকতই দলকে জয় এনে দিয়েছেন অজি তারকা। নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে সাফল্য এনে দেওয়াই একমাত্র লক্ষ্য অজি স্পিড স্টারের।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos