ভারতীয় মিডল অর্ডারের স্তম্ভ তিনি। ব্যাটে দীর্ঘ দিন ধরে রানের খরা থাকলেও, লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন পুজারা। তবে লিডস টেস্টে ভারতীয় দলে থাকতে পারে চমক। পুজারার জায়গায় সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়ার জল্পনাও শোনা যাচ্ছে। সেক্ষেত্রে অভিষেক হতে পারে সূর্যকুমারের।