ট্যাক্সি চালকের ছেলে অস্ট্রেলিয়া দলে, 'পঞ্জাব দ্য় পুত্তর' এখন অজিদের নতুন শেন ওয়ার্ন

Published : Jan 30, 2021, 04:06 PM IST

দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে সুযোগ পেলেন তনবীর সাঙ্ঘা। বিগ ব্যাশ লিগে অনবদ্য পারফরমেন্সের সৌজন্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন তনবীর। ইতিমধ্যেই তরুণ লেগ স্পিনারের মধ্যে কিংবদন্তী শেন ওয়ার্নের ছায়া দেখতে শুরু করেছে অজিরা। এবার নিজের স্বপ্নের উড়ানে সওয়ার হতে চলেছেন পঞ্জাবের জলন্ধরের তনবীর।  

PREV
112
ট্যাক্সি চালকের ছেলে অস্ট্রেলিয়া দলে, 'পঞ্জাব দ্য় পুত্তর' এখন অজিদের নতুন শেন ওয়ার্ন

১৯৯৭ সালে তনবীরের বাবা জোগা সিংহ সাঙ্ঘা জালন্ধর থেকে সিডনি পাড়ি দেন। পঞ্জাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল তার পরিবার। ছোট বেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন তনবীরের।

212

স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া আসার পরেও নিজের পুরনো পেশাকে ভোলেননি তিনি । ছেলেকে ক্রিকেটার তৈরি করার লক্ষ্যে ট্যাক্সি চালানো শুরু করেন। এখনও সেই পেশায় যুক্ত তিনি। .

312

দশ বছর বয়সে তিনি তনবীরকে ভর্তি করে দেন স্থানীয় ক্রিকেট ক্লাবে। শেন ওয়ার্ন এবং যুজবেন্দ্র চাহালের ভক্ত তনবীর। ইউটিউবে তাঁদের ভিডিয়ো দেখে নিজেকে তৈরি করতে থাকেন।
 

412
ছোট থেকে শেন ওয়ার্নের অন্ধ ভক্ত ছিলেন। তবে তনবীরের ক্রিকেটে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন অলিম্পিক্সে সোনাজয়ী ক্রীড়াবিদ ইয়ান থর্প। ২০১২ সালে ওঁকে একটি ক্লাব ম্যাচে দেখার পর পাকিস্তানী বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার স্পিনার ফওয়াদ আহমেদের কাছে নিয়ে যান ইয়ান থর্প।
512
এরপর অনূর্ধ্ব-১৬ স্তর থেকে ‘মেন্টর’ ফওয়াদ আহমেদের হাত ধরে তনবীরের যাত্রা শুরু। তবে শুধু লেগ স্পিন নয়। তনবীরের ব্যাটের হাতও বেশ ভাল। তবে তার স্পিনের ছোবল প্রথম থেকই নজর কাড়ে সকলের।
612
এই বছর বিগ ব্যাশ লিগে প্রথম অভিষেক হয় তনবীরের। সিডনি থান্ডারের হয়ে খেলেছেন তিনি। অভিষেক মরসুমেই সকলকে অবাক করে দিয়েছেন তরুণ লেগ স্পিনার। ২১টি উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন তিনি।
712

এমনকী ছাপিয়ে গিয়েছেন বিগ ব্যাশ লিগের তথা বিশ্ব ক্রিকেটের দুই তারকা স্পিনার রাশিদ খান ও অ্যাডাম জাম্পাকে। শুধু তাই নয়, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকোম্ব ও ক্রিস লিনের মতো দাপুটে ব্যাটসম্যান রয়েছেন তাঁর উইকেট তালিকায়।

812

এছাড়া গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন তনবীর। ৬ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন এই তরুণ লেগ স্পিনার। তখন থেকেই চর্চায় ছিলেন তিনি।

912

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে নামবে অস্ট্রেলিয়া। বিগ ব্যাশে দুরন্ত পারফর্ম করায় নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ১৮ জনের দলে জায়গা পেয়েছেন তনবীর সাঙ্ঘা।
 

1012

অস্ট্রেলিয়া জাতীয় দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে তনবীর বলেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়ার ফোন পাওয়ার পর থেকেই মনে হচ্ছে শূন্যে ভাসছি। এই কম বয়সে জাতীয় দলের সদস্য হতে পারব তা স্বপ্নেও ভাবিনি। সুযোগ পেলে আমি ১০০% দিয়ে পারফর্ম করব।' 
 

1112

ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত তনবীরের বাবা জোগা সিংহ সাঙ্ঘা। ছেলের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী জোগা। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করবে বলেও জানিয়ে দিয়েছেন তনবীরের বাবা।

1212

শেন ওয়ার্নের পরে সে ভাবে আর প্রতিভাবান লেগ-স্পিনার খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। অ্যাডাম জাম্পাকে নিয়ে হইচই হলেও তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। অস্ট্রেলিয়ার নজরে পরবর্তী শেন ওয়ার্ন এখন জালন্ধরের এক তরুণ। 
 

click me!

Recommended Stories