আর্চার জানিয়েছেন,'আমি এখানে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের প্রচুর ম্যাচ খেলেছি। তবে সেই অর্থে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলিনি। তাই লাল বলে বল করা চ্যালেঞ্জের হতে চলেছে নিশ্চিত। আইপিএলে ব্যাটসম্যানরা আক্রমণে যেতে চায়। টেস্টে ব্যাটসম্যানরা চাইলে গোটা সেশন ধরে বোলারের উপর চেপে বসতে পারে। তার উপর যদি পিচে প্রাণ না থাকে, তবে বোলারের কিছুই করার থাকে না।'