ছোট বেলার বন্ধুকে দিয়েছিলেন মন, কীভাবে হয়েছিল বিয়ে, জন্মদিনে জানুন রবিচন্দ্রন অশ্বিনের প্রেম কাহিনি

ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket team) স্পিন অ্যাটাকের সেরা ভরসা  রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) ৩৬তম জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে (Test Cricket)পেরিয়ে গিয়েছেন ৪০০ উইকেটের গন্ডীও। টি২০ বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছেন তিনি।  মাঠে দুরন্ত ক্রিকেটারের পাশাপাশি ব্যক্তিগত জীবনে একনজন ভালো প্রেমিক, স্বামী, বাবা অশ্বিন। বিয়ের এত বছর পরও তার ছোট বেলার প্রেমিকা ও স্ত্রী  প্রীথি নায়ায়ণনের সঙ্গে সম্পর্ক খুবই রোমান্টিক ও মধুর। আজ আপনাদের জানাবো রবিচন্দ্রম অশ্বিনের প্রেম কাহিনি (Love Story)ও তার স্ত্রী প্রীথি নারায়ণ সম্পর্কে। 

Web Desk - ANB | Published : Sep 17, 2022 12:18 PM IST / Updated: Sep 17 2022, 05:49 PM IST
110
ছোট বেলার বন্ধুকে দিয়েছিলেন মন, কীভাবে হয়েছিল বিয়ে, জন্মদিনে জানুন রবিচন্দ্রন অশ্বিনের প্রেম কাহিনি

ভারতীয় ক্রিকেট দলের তথা বিশ্ব ক্রিকেটের তারকা অফ স্পিনার ও আইপিএলের অন্যতম স্টার প্লেয়ার রবিচন্দ্রন অশ্বিনের বিয়ে করেন তার ছোট বেলা অর্থাৎ স্কুল জীবনের ভালবাসা  প্রীথি নায়ায়ণনের সঙ্গে। দীর্ঘ দিনের সম্পর্ক ছিল তাদের।

210

প্রীথি নায়ায়ণনের ১৯৮৮ সালের ২৬ মে দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেন। এক মিডল ক্লাস ফ্যামিলিতে তার জন্ম। চেন্নাইতে স্কুল জীবন , কলেজ জীবন থেকে শুরু করে তার সম্পূর্ণ  বেড়ে ওঠা। প্রীথি খুবই সুন্দরী ও মিষ্টি দেখতে।

310

ছোট বেলা থেকেই খুবই মেধাবী ছিলেন প্রীথি। এসআরএম ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজির উপর তিনি বি টেক পাশ করেন। ম্য়ারাথন দৌর প্রতিযোগিতায় অংশ নিতে প্রীথি খুব পছন্দ করেন। স্পোর্টস তার বরাবরই  খুব প্রিয় ছিল।

410

প্রীথির সঙ্গে অশ্বিনের আলাপ হয় স্কুল জীবনে। প্রথমে তারা ভাল বন্ধু ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তারপরই   কিছু দিনের মধ্যেই তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। পরে তারা একই কলেজে ভর্তি হন ও চুটিয়ে প্রেম করেন।

510

তাদের সম্পর্কের কথা প্রথম থেকেই জানত তাদের পরিবারের সদস্যরা। দুই পরিবার মেনেও নিয়েছিল তাদের সম্পর্ক। ফলে সম্পর্ক পরিণতি পেতে কোনওরকম অসুবিধাই হয়নি।  ২০১১ সালে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাগদান সম্পন্ন হয়।

610

বাগদানের কিছু সমের মধ্যেই  ২০১১ সালেরই ১৩ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন রবিচন্দ্রন অশ্বিন ও  প্রীথি নায়ায়ণন। বিয়েতে কোন ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়নি। দুই পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে হয় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল।
 

710

বিয়ের চার বছর পর ২০১৫ সালে অশ্বিন ও প্রীথির পরিবারে আসে তাদের প্রথম কন্যা সন্তান। নাম রাখেন আখিরা। পরের বছর ২০১৬ সালেই দ্বিতীয় কন্যা সন্তান বাব-মা হন অশ্বিন ও প্রীথি। দ্বিতীয় সন্তানের নাম আধ্যয়া।

810

সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় প্রিথী। তার ফ্যান-ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। শুধু মাত্র ইনস্টাগ্রামে প্রিথীর ফলোয়ার্সের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি। খুব মিষ্টি দেখতে হওয়ায় প্রিথীর ছবি সোশ্যাব মিডিয়ায় তার ফ্যান, ফলোয়ার্সরা খুব লাইক ও কমেন্টও করেন।

910

খেলার মাঝে অবসর সময়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন অশ্বিন। কিন্তু বাড়িতে যে তার বউয়েরই রাজ চলে এই ছবিই তার প্রমাণ। তবে একইসঙ্গে তাদের প্রেমেরও পরিচয় পাওয়া যায় এই ছবিতে।

1010

দেশের খেলা হোক আর আইপিএল অশ্বিনকে খুবই সাপোর্ট করেন প্রীথি। কঠিন সময়ে স্বামীর পাশে থাকেন তিনি। বর্তমানে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের ভালোবাসায় ভরপুর হাসি-খুশি পরিবার। 

Share this Photo Gallery
click me!

Latest Videos