আইপিএলের অপেক্ষায় ছটফট করছেন বিরাট, প্রহর গোনা শুরু আরসিবি অধিনায়কের

দীর্ঘ টালবাহানর পর ঘোষিত হয়েছে আইপিএলের ক্রীড়াসূচি। আইপিএলেপ জন্য মুখিয়ে রয়েছেন সবকটি দলই। দীর্ঘ বিরতির পর মাঠে নামার জন্য ছটফট করছেন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় আইপিএলের ছবির সঙ্গে ঘড়ির চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছেন কাউন্ট ডাউন স্টার্ট করে দিয়েছেন কোহলি।
 

Sudip Paul | Published : Aug 5, 2020 5:13 AM IST
17
আইপিএলের অপেক্ষায় ছটফট করছেন বিরাট, প্রহর গোনা শুরু আরসিবি অধিনায়কের

করোনা ভাইরাস  মহামারীর কাণে গত মার্চ মাস থেকে স্থগিত ছিল আইপিএল। অবশেষে মিলেছে আইপিএলের সবুজ সংকেত। ১৯ সেপ্টম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হচ্ছে আইপিএল। শেষ হবে ১০ নভেম্বর। অতিমহামারীর কারণে চার মাস ঘরবন্দি থাকা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি আইপিএলে মাঠে নামার জন্য ছটফট করছেন৷
 

27

লকডাউন পর্বে স্ত্রী অনুষ্কার শর্মার সঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন বিরাট কোহলি। একইসঙ্গে মাঠে ফেরার প্রস্তুতি হিসেবে চালিয়ে গিয়েছেন ফিটনেস ট্রেনিং। দীর্ঘ বিরতির প্রিয় অধিনায়ক কোহলির খেলা দেখার অপেক্ষায় রয়েছেন আরসিবি সমর্থকরাও।
 

37

সোশ্যাল মিডিয়ায় আইপিএলে নিজের দলের সতীর্থ এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে ছবি পোস্ট করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক৷ প্রথমটিতে তাঁকে ব্যাটিংয়ের সময় ডি’ভিলিয়ার্সের সঙ্গে দেখা যাচ্ছে। এবিডির সঙ্গে বিরাট খুবই ভাল বন্ধুত্ব। আরসিবির ব্যাটিং লাইন আপে ডিভিলিয়ার্স যে অন্যতম ভরসা সেটা বোঝানোর জন্য ও বন্ধুকে আইপিএলের জন্য প্রস্তুত থাকার কথাই বোঝাতে চেয়েছেন এই ছবি শেয়ারের মাধ্য।
 

47

দ্বিতীয়টিতে কোহলিকে সতীর্থদের সঙ্গে উইকেট উদযাপন করতে দেখা গিয়েছে। কোহলি একটি ঘড়ির ইমোজি এবং একটি ঘড়ির কাচের ইমোজি দিয়ে শিরোনাম করেছেন, ইঙ্গিত দিয়েছেন যে, আইপিএলের ১৩ তম আসর শুরু হওয়ার জন্য দিন গুনছেন৷ কোহলি এই বছর দলকে প্রথম আইপিএল খেতাব এনে দেওয়ার ব্যাপারে আশাবাদী৷
 

57

প্রসঙ্গত, ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১২ লক্ষ টাকার বিনিময়ে কিনেছিল বিরাট কোহলিকে। তার পর থেকে বিরাট আরসিবি দলের একজন৷ তিনি এখনও পর্যন্ত আইপিএলে জার্সি পালটায়নি৷ আরসিবি-র হয়ে ১৭৭টি ম্যাচ খেলেছেন৷ ৩৭.৮৪ গড়ে ৫৪১২ রান করেছেন৷ স্ট্রাইক রেট ১৩১.৬১৷
 

67

বিরাটের ব্যাট যে আইপিএলেও একইভাবে কথা বলে তার প্রমাণ এই পরিসংখ্যান। আরসিবি অধিনায়ক ৩৬টি হাফ-সেঞ্চুরির পাশাপাশি ৫টি সেঞ্চুরিও করেছেন। এবারও কোহলির দিকেই তাকিয়ে রয়েছেন আরসিবি ভক্তরা।
 

77

কোহলির নেতৃত্বে আরসিবি এখনও আইপিএল খেতাব জেতেনি। শেষবার তারা আইপিএল ট্রফি জয়ের কাছাকাছি এসেছিল ২০১৬ সালে। ফাইনালে উঠতে সক্ষম হলেও খেতাবের লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যায় কোহলি অ্যান্ড কোং। তবে এবার নতুন উদ্যমে আইপিএলে নামার জন্য মুখিয়ে রয়েছেন বিরাট। একইসঙ্গে তার লক্ষ্য আরসিবিকে প্রথমবার আইপিএল সেরা করা।

Share this Photo Gallery
click me!

Latest Videos