দীর্ঘ টালবাহানর পর ঘোষিত হয়েছে আইপিএলের ক্রীড়াসূচি। আইপিএলেপ জন্য মুখিয়ে রয়েছেন সবকটি দলই। দীর্ঘ বিরতির পর মাঠে নামার জন্য ছটফট করছেন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় আইপিএলের ছবির সঙ্গে ঘড়ির চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছেন কাউন্ট ডাউন স্টার্ট করে দিয়েছেন কোহলি।