না খেলেও পেছনে ফেললেন বিরাট-ধওয়ানদের, অনন্য রেকর্ড রোহিত শর্মার

কেনও তাকে সীমিত ওভারে ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয়, কেনও তার পোষাকি নাম 'হিটম্যান' তা ফের প্রমাণ করলেন রোহিত শর্মা। এবছর করোনা মহামারীর কারণে খুব একটা ক্রিকেট খেলেনি ভারতীয় ক্রিকেট দল। তারউপর চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারে সিরিজে যাননি রোহিত। কিন্তু  বছর শেষে এতদিনের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড নিজের দখলেই রাখলেন রোহিত শর্মা। তবে শুধু এবছর নয়, টানা ৮ বছর ধরে এই  রেকর্ড নাম খোদাই করা হয়েছে হিটম্যানের। চলুন দেখা যাক বিগত আট বছরে রোহিত শর্মার সেই রেকর্ডের পরিসংখ্যান। যার মধ্যে রয়েছে তিনটি ডবল সেঞ্চুরি।

Sudip Paul | Published : Dec 2, 2020 12:31 PM IST
18
না খেলেও পেছনে ফেললেন বিরাট-ধওয়ানদের, অনন্য রেকর্ড রোহিত শর্মার

২০১৩ সাল- ২০৯, প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া

28

২০১৪ সাল- ২৬৪, প্রতিপক্ষ- শ্রীলঙ্কা

38

২০১৫ সাল- ১৫০, প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা 

48

২০১৬ সাল- ১৭১, প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া

58

২০১৭ সাল- ২০৮*, প্রতিপক্ষ- শ্রীলঙ্কা

68

২০১৮ সাল- ১৫২, প্রতিপক্ষ- ওয়েস্ট  ইন্ডিজ

78

২০১৯ সাল- ১৫৯, প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ

88

২০২০ সাল- ১১৯, প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া

Share this Photo Gallery
click me!

Latest Videos