সচিন-সেওয়াগের পর ভারতীয় দলের অন্যতম সফল ওপেনিং জুটি হল রোহিত শর্মা ও শিখর ধওয়ান। দুজন দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ের দায়িত্ব সামলে এসেছেন। তাদের মধ্যে বোঝাপোড়াও বেশ ভাল। মাঠের বাইরেও ধওয়ান ও রোহিতর পরিবার পারিবারিক বন্ধু। দুই বন্ধু একে অপরের নানাভাবে লেগ পুলও করেন। এমনকি ধওানের অনেক গোপন কথাও শেয়ার করেছেন রোহিত। আজ জানা যাক ধওয়ানের এমন এক গোপন কথা বা অন্ধ বিশ্বাস সম্পর্কে যা জানলে অবাক হবেন আপনিও।