তরুণ-অভিজ্ঞের মিশ্রণে কেমন দৌড়বে মুম্বই, প্রথম ম্যাচের আগে শেষ অনুশীলনে মিলল তার ইঙ্গিত

Published : Sep 18, 2020, 07:39 PM IST

শনিবার আইপিএলের প্রথম ম্যাচে টাইটেল ডিফেন্ডের অভিযানে নামছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। গতবার ফাইনালে চেন্নাইকে হারালেও, নতুন মরসুমের শুরু কোনওভাবেই ধোনির দলকে হালকাভাবে নিতে নারাজ ৪ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তাই শেষ মুহূর্তের অনুশীলনেও একইরকমভাবে সিরিয়াস ও ফোকাসড গোটা মুম্বই ইন্ডিয়ান্স দল। নিজের দলের সব অস্ত্রে সান দিয়েই চেন্নাই বধের লক্ষ্যে নামতে চলেছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।

PREV
110
তরুণ-অভিজ্ঞের মিশ্রণে কেমন দৌড়বে মুম্বই, প্রথম ম্যাচের আগে শেষ অনুশীলনে মিলল তার ইঙ্গিত

শেষ দিনের অনুশীলনে চুটিয়ে ব্যাটিং অনুশীলন সারলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। নিজের ট্রেড মার্ক একাধিক শটও খেললেন হিটম্যান।
 

210

রোহিতের সঙ্গে ব্যাটিং অনুশীলন করলেন দলের অপর তারকা ওপেনার দক্ষিণ আফ্রিকার কুইন্ট্যন ডি কক। নেটে অনুশীলনের ফাঁকে বুমরার সঙ্গে কথাও বলে নেন তিনি।

310

অনুশীলনে স্বমহিমায় পাওয়া গেল দলের অজি তারকা ব্যাটসম্যান ক্রিস লিনকে। একার পর এক বিগ হিটিং করতে দেখা যায় তাকে।
 

410

শেষ দিনে অনুশীলনে নিজের ব্যাটিং অনুশীলনে জোর দিলেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিগ হিট করতেও দেখা যায় তাকে।
 

510

এবারের আইপিএল অগ্নিপরীক্ষা হতে চলেছে মুম্বই দলের তরুণ তুর্কি ইষাণ কিষানের কাছে। নেট প্র্যাকটিসে নিজের জাত চেনান তিনি।
 

610

অনুশীলনে খবু সিরিয়াস মেজাজে পাওয়া গেল দলরে মিডিল অর্ডারে অন্যতম ভরসা সূর্য কুমার যাদব। খুব মনযোগ সহকারে নেটে ব্যাটিং করেন তিনি।

710

শেষ দিনের অনুশীলনে নেটে নিজের মেজাজে বোলিং করলেন দলের তারকা পেস বোলার জশপ্রিত বুমরা। পুরোপুরি ছন্দেও রয়েছেন তিনি। কাঁটার মত ইয়র্কারও মারতে দেখা গেল তাকে।
 

810

এর আগেও নেটে আগুন ঝড়িয়েছেন কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট। শেষ দিনের অনুশীলনেও নিজেকে উজাড় করে দিলেন আইসিসি ক্রমতালিকার এক নম্বর ব্যাটসম্যান।
 

910


দলের অপর পেস বোলার ধবল কুলকার্নিরও দেখা মিলল অনুশীলনে। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতেও মরিয়া ভারতীয় মিডিয়াম পেসার।
 

1010

অনুশীলনে পুরো দলকে এক জয়াগায় নিয়ে এসে পেপ টক দেন দলের কোচ ও অধিনায়ক রোহিত শর্মা। চেন্নাইয়ের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত মুম্বই ইন্ডিয়ান্স পল্টন।
 

click me!

Recommended Stories