মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটারদের বউদের মধ্যে সবথেক সুন্দরীকে, ছবি দেখে বিচার করুণ

Published : May 21, 2022, 02:49 PM IST

আইপিএল ২০২২ (IPL 2022) -এ  মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)দল আশানরূপ পারফর্ম করতে পারেনি। প্লে অফের  আগেই বিদায় ঘটেছে।  দেশ বিদেশের নানা ক্রিকেটারদের নিয়ে দল গড়েছিল ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। আর আইপিএল মানেই ক্রিকেটের সঙ্গে আরও অনেক কিছু। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির ভক্তরা তাদের দলের ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল প্রকাশ করেন। আজ আপনাদেদ জানানো রোহিত শর্মা (Rohit Sharma) দলের ক্রিকেটারদের বউ ও বান্ধবীদের (Mumbai Indians Cricketers Wife and girlfriends) সম্পর্কে। যাদের রূপ ও হটনেসে অবাক হবেন আপনিও।   

PREV
110
মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটারদের বউদের মধ্যে সবথেক সুন্দরীকে, ছবি দেখে বিচার করুণ

রোহিত শর্মা-
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা বিয়ে করেছেন রীতিকা সাজদেকে। তিনি একজন স্পোর্টস ম্যানেজার এবং খেলোয়াড়দের ব্র্যান্ড অনুমোদন এবং চুক্তির দেখাশোনা করতেন। রোহিত শর্মা এবং রীতিকা সাজদে একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালীন দেখা হয়েছিল। রোহিতের স্পোর্টস ম্য়ানেজার হিসেবে কাজ করেছেন রীতিকা। সেখান থেকেই তাদের প্রেম শুরু হয়। ২০১৫ সালে ১৩ ডিসেম্বর বিয়ে করেন তারা। বর্তমানে একটি কন্য়া সন্তান নিয়ে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন রোহিত ও রীতিকা।
 

210

জসপ্রীত বুমরা-
মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র  জসপ্রীত বুমরা সঞ্জনা গণেসানকে বিয়ে করেছেন। বুমরাহের স্ত্রী একজন ক্রীড়া সঞ্চালিকা।  বুমরাহের স্ত্রী অনেক স্পোর্টস শো হোস্ট করেছেন এবং আইসিসি ইভেন্টেও সঞ্চালিকাদের মধ্যে একজন। তিনি একজন মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং "ফেমিনা অফিসিয়ালি গর্জিয়াস" জিতেছেন এবং ফেমিনা মিস ইন্ডিয়া পুনে প্রতিযোগিতায় ফাইনালিস্ট হয়েছিলেন। তিনি এমটিভি স্প্লিটসভিলাতেও অংশ নিয়েছিলেন। এই দম্পতি ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন।

310

কায়রন পোলার্ড-
মুম্বই ইন্ডিয়ান্সের ক্যারেবিয়ান তারকা আন্দ্রে রাসেল জেন্না আলিকে বিয়ে করেছেন।  তিনি ত্রিনিদাদ এবং টোবাগোর টাকারিগুয়ার বাসিন্দা। পোলর্ডের স্ত্রীর  স্পোর্টস অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড নামে কটি ব্যবসা রয়েছে৷ ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি ম্যাচের সময় এই দম্পতির দেখা হয়েছিল, যেখানে জেনা একজন দর্শক হিসাবে এসেছিলেন এবং পোলার্ডের সাথে পরিচয় হয়েছিল৷ তাদের পারস্পরিক বন্ধুর মাধ্যমে প্রথম আলাপ সেখান থেকেই প্রেম।২০১২ সালে বিয়ের আগে, এই দম্পতি প্রায় ৭ বছর ধরে ডেট করেছিলেন। বর্তমানে  তিনটি সন্তান নিয়ে তাদের সুখী সংসার।
 

410

সূর্যকুমার যাদব-
মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপের অন্যতম প্রধান সূর্যকুমার যাদব দেবীশা শেঠিকে বিয়ে করেছেন। তিনি এনজিওতে ‘দ্য লাইটহাউস প্রজেক্ট’-এর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। দেবীশা একজন নৃত্যশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং নাচের প্রশিক্ষক হিসেবে কাজ করেন। সূর্যকুমার যাদব এবং দেবীশা শেঠি মুম্বাইয়ের এ. পোদ্দার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে একসাথে পড়াশোনা করেছেন। সেখান থেকেই প্রেম।  ২০১৬ সালে জুলাই মাসে বিয়ে করেন তারা।
 

510

ইশান কিশান-
এই মরসুমে  ইশান কিশানকে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছ মুম্বই ইন্ডিয়ান্স। ইশান কিশান অদিতি হুন্ডিয়ার সাথে ডেট করছেন। ইশান কিশানের বান্ধবী পেশায় একজন মডেল। জয়পুরের বাসিন্দা, কিশানের বান্ধবী তার নিজের শহরে যথাক্রমে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তার স্কুল এবং কলেজ শেষ করে। তিনি কালার ফেমিনা মিস ইন্ডিয়া রাজস্থান খেতাব, মিস ডিভা 2018, মিস ডিভা সুপার ন্যাশনাল 2018 এবং অন্যান্য অনেক প্রতিযোগিতা জিতেছেন। দুজনকে একসঙ্গে দেখাও গিয়েছে।

610

জোফ্রা আর্চার-
আইপিএল ২০২২ নিলামে ইংল্য়ান্ডের তারকা পেসার জোফ্রা আর্চারকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চোটের  কারণে খেলতে পারেননি তিনি।  জোফরা আর্চার ব্রিটিশ নাগরিকত্ব প্রাপ্ত দ্রুয়ানা বাটলারের সাথে ডেটিং করছেন। দম্পতি তাদের সম্পর্ক এখনও গোপন রেখেছেন। তে  তাদের একসাথে দেখা গিয়েছে। 
 

710

জয়দেব উনাদকাট-
বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট পেশায় আইনজীবী রিনি কান্তারিয়াকে বিয়ে করেছেন। অ্য়ারেঞ্জ ম্য়ারেজ হয় তাদের। ২০২১ সালে ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধেন তারা। তাদের মধ্যে সম্পর্কের রসায়নও খুব ভালো। বর্তমানে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন তারা।
 

810

তাইমিল মিলস-
মুম্বই ইন্ডিয়ান্সের কিউই পেসার টাইমাল মিলস ইন্ডিয়া কেট ম্যাকলাভেনকে বিয়ে করেছেন। বিয়ের আগে এই দম্পতি বেশ কয়েক বছর ডেট করেছিলেন। অবশেষে ২০১৯ সালে ৫ অক্টোবর তারা বিয়ে করেন।  ২০২০ সালে তাদের একটি কন্যা সন্তান হয়। বর্তমানে তারা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।
 

910

টিম ডেভিড-
মুম্বই ইন্ডিয়ান্সের হার্ড হিটার টিম ডেভিড পেশায় একজন ফিল্ড হকি খেলোয়াড় স্টেফানি কেরশকে বিয়ে করেছেন। তিনি অস্ট্রেলিয়ান ফিল্ড হকি দলের প্রতিনিধিত্ব করেছেন। তারা একে অপরের সাথে তাদের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন।

1010

ড্য়ানিয়েল সামস-
ড্যানিয়েল স্যামস ড্যানিয়েলেকে বিয়ে করেছেন। দুজন একত্রে ড্যানি সামস নামেও পরিচিত। অলরাউন্ডার প্রায়ই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে স্ত্রীর সাথে ছবি শেয়ার করেন। এই দম্পতি ২১ ডিসেম্বর ২০১ সালে গাঁটছড়া বাঁধেন। বর্তমানে তারা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন। 

Read more Photos on
click me!

Recommended Stories