এছাড়া সম্প্রতি নিজের লেট নাইট ডেটিংয়ের জন্যও সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে ছিলেন সারা। ইনস্টাগ্রামের স্টোরিতে সারা শেয়ার করেছেন একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, নিজের 'মনের মানুষের' সঙ্গে ডেটে গিয়েছেন সারা। ছবি যিনি তুলেছেন, তিনিই সারার হাত ধরে রেখেছেন। ক্যাপশনে লেখা রয়েছে, 'ডেট নাইট'।