ছোট বেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন শারণ্যা। বেঙ্গালুরুতে শারণ্যার ক্রিকেট খেলার শুরু কর্নাটক ইন্সটিটিউট অফ ক্রিকেটে। কর্নাটকের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব ১৯ পর্যায়ে শারণ্যা খেলেছিলেন। সেই সময় কয়েক বছর তাঁর ক্যাপ্টেন ছিলেন বেদা কৃষ্ণমূর্তি। বেদার সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে শারণ্যার।