জার্মানিতে ছেলেদের ক্রিকেট লিগে দাপিয়ে খেলছেন ভারতীয় কন্যা,অনন্য নজির বেঙ্গালুরুর শারণ্যা সদারঙ্গানির

জার্মানির পেশাদার ক্রিকেট লিগ। তাতে খেলছেন ভারতীয় এক মহিলা। এতে অবাক হওয়ার কিছুই নেই। ইউরোপের অনেক দেশেই এশিয় প্লেয়াররা খেলে বেড়ান। কিন্তু যদি পুরুষদের লিগে দাপিয়ে খেলেন এক মহিলা। টুর্নামেন্টের সেরা উইকেট রক্ষক হন। তাহলে তা সত্যিই অবাক করার মত। সেই নজিরই গড়ে দেখালেন বেঙ্গালুরুর শারণ্যা সদারঙ্গানি। 

Sudip Paul | Published : Jul 13, 2020 5:49 AM IST
17
জার্মানিতে ছেলেদের ক্রিকেট লিগে দাপিয়ে খেলছেন ভারতীয় কন্যা,অনন্য নজির বেঙ্গালুরুর শারণ্যা সদারঙ্গানির

ছোট বেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন শারণ্যা। বেঙ্গালুরুতে শারণ্যার ক্রিকেট খেলার শুরু কর্নাটক ইন্সটিটিউট অফ ক্রিকেটে। কর্নাটকের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব ১৯ পর্যায়ে শারণ্যা খেলেছিলেন। সেই সময় কয়েক বছর তাঁর ক্যাপ্টেন ছিলেন বেদা কৃষ্ণমূর্তি। বেদার সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে শারণ্যার।
 

27

বেঙ্গালুরু থেকে পড়াশোনার জন্য ইংল্যান্ডে যান শারণ্য়া। পড়তে গিয়েও ক্রিকেট ছাড়েননি শারণ্যা। ইংল্যান্ডে এসেক্স কাউন্টির মেয়েদের টিমে খেলেছিলেন বেশ কিছু ম্যাচ। সেখানে মিস্টলি ক্রিকেট ক্লাবেও খেলতেন।
 

37

পরে পড়াশোনার জন্যই ফের জার্মানি যেতে হয়। ইংল্যান্ডে থাকতেই জার্মান ক্রিকেট সংস্থার মোনিকা লাভডের সঙ্গে যোগাযোগ হয়েছিল শারণ্যার। ফলে জার্মানিতেও ক্লাব পেতে অসুবিধা হয়নি তার। ক্রিকেট চালিয়ে যেতে পেরে খুশি হয়েছিলেন শারণ্যা।

47

বর্তমানে জার্মানির  কুমারফেল্ডার স্পোর্টসভেরেন অর্থাৎ কেএসভি ক্লাবে কেলেন শারণ্যা। জার্মানিতে লোক তাকে শারু বলেই বেশি চেনেন। কেএসভি ক্লাব তাকে সুযোগ দেওয়ায় ক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন শারু।

57

শারুর ক্লাব সেখান টি-১০ লিগের চ্যাম্পিয়ন। দলের হয়ে প্রতিযোগিচায় মোট ৬টি ম্যাচ খেলেছেন। উইকেটের পেছনে দাঁড়িয়ে শারুর শিকার ৮। যা টুর্নামেন্টের সব থেকে বেশি। ব্যাট হাতেও নজর কেড়েছেন তিনি।
 

67

শারুর খেলা দেখে জার্মানির মহিলা দল থেকে ডাক পেয়েছেন। আপাতত জার্মান ক্রিকেট সংস্থার অ্যাকাডেমি টিমে আছেন তিনি। এখন শারণ্যার চোখে নতুন স্বপ্ন।  জার্মানি ও ইউরোপের মহিলা ক্রিকেটের উন্নতি করতে চান তিনি

77

শারুর আইডল মনে করেন অ্যাডাম গিল ক্রিস্টকে। তার মত কিপিং ও ব্যাটিং করাই স্বপ্ন তার। পুরুষদের লিগে দাপটের সঙ্গে খেলে সে তার দেশের নামও উজ্জ্বল করেছেন। শারুর সাফল্যে গর্বিত গোটা দেশ। আগামী দিনেও তার সাফল্য কামনা করেছেন সকলে।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos