সেই ম্যাচে একদমই রান পাননি বিরাট কোহলি। উল্টে এমনভাবে আউট হন যে তাতে ক্রিকেট ভাষ্যকাররা কটাক্ষ করেন। যারমধ্যে অন্যতম ছিলেন সুনীল গাভাসকার। সেই সময় প্রতিটি ম্যাচেই বিরাট কোহলি ব্যাড-প্যাডের মধ্যে বিশাল ফাঁক ধরা পড়ছিল। এই সময় অতিমারির জেরে লকডাউন চলছিল। ফলে, বহু মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন খেলোয়াড়রা। বিরাট-এর ব্যাটিং-এর হাল দেখে গাভাসকার কমেন্ট্রি বক্স-তে বলে বসেন, 'একে দেখে মনে হচ্ছে বাড়িতে স্রেফ অনুষ্কার বোলিং-এই অনুশীলন করেছে।'